বাজাজ বক্সার সবচেয়ে কমমূল্যে দুদার্ন্ত একটি বাইক

Bajaj Boxer Cheapest Bike Awesome Features, Amazing Looks

ভারতীয় বাজারে টু-হুইলারের চাহিদা চোখে পড়ার মতো। এখানকার রাস্তা তুলনামূলক সরু হওয়ার কারণে টু-হুইলারের ব্যবহার বেশি হয়। গত কয়েক বছরে টু-হুইলার বিক্রির গ্রাফ এদেশে আশ্চর্যজনকভাবে ওপরে উঠেছে। এবার Bajaj Boxer-এর আধুনিক টেকনোলজির ওপর নির্ভর করে বাজারে আসতে চলেছে নতুন ভার্সন। এতে আপনারা শক্তিশালী 100cc-র ইঞ্জিন পেয়ে যাবেন।

Bajaj Motors বিগত কয়েক বছর ধরে ভারতে ব্যবসা করছে। ভালো পরিষেবা আর দারুন মডেলের মাধ্যমে গ্রাহকদের মন জিতে নিয়েছে এই কোম্পানি। আধুনিক টেকনোলজির ব্যবহার করে দুর্দান্ত কোয়ালিটির টু-হুইলার ম্যানুফ্যাকচার করে Bajaj Motors। নতুন আপগ্রেডের সাথে আসতে চলেছে Bajaj Boxer-এর নতুন ভার্সন। জেনে নিন বিস্তারিত।

Bajaj Boxer 155 Price In Bangladesh (Expected)

বাজাজ বক্সার 155 বাইকের ডিজাইনটি খুব আকর্ষণীয়। ভারতে Bajaj Boxer 155 এর মূল্য সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশিত হয়নি, তবে কিছু মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, বাজাজ বক্সার 155 এর মূল্য বাংলাদেশে প্রায় 1,70,000 হতে পারে, সব বিষয় মিলিয়ে এই গাড়ীটি অনেক আকর্ষণীয় হয়ে আসতে চলেছে।

Bajaj Boxer 155 Design

আগেই বলছিলাম বাজাজ বক্সার 155 বাইক এখনও বাংলাদেশ লঞ্চ হয়নি, এই বাইকটি 2024 সালের শেষের দিকে বাংলাদেশে লঞ্চ হতে পারে। যদিও

 বজাজ বক্সার 155 ডিজাইন নিয়ে কথা বলা হয়, তাহলে এই বাইক খুব আকর্ষণীয়, বজাজের দিক থেকে এই বাইকে স্পোর্টি হেডলাইট, মাস্কুলার ফিউল ট্যাঙ্ক সহ অনেক স্টাইলিশ গ্রাফিক্স দেখতে পাওয়া যায়, যা এই বাইকটিকে খুব আকর্ষণীয় করে তুলেছে ।

Bajaj Boxer 155 Engine

বাজাজ বক্সার 155 একটি খুব শক্তিশালী বাইক হবে। যদি বাজাজ বক্সার 155 ইঞ্জিন নিয়ে কথা বলি তাহলে বলবো এই বাইকে বাজাজের দিক থেকে 148.7cc এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেখতে পাবেন। সেই সাথে এই ইঞ্জিনটি 12 Bhp পাওয়ার এবং সাথে 12.26 Nm টর্ক তৈরি করে। এই ইঞ্জিনটি 4-স্পীড গিয়ারবক্স সহ আসবে ।

Bajaj Boxer আধুনিক টেকনোলজি

এই গাড়ি একাধিক দেশে লঞ্চ হয়েছে। আফ্রিকায় এই গাড়ির চাহিদা আর নাম খুবই বিখ্যাত। এই চাহিদার কারণেই আধুনিক টেকনোলজির ব্যবহার করে Bajaj Boxer লঞ্চ করা হয়। আফ্রিকায় এই টু-হুইলার খুব বিখ্যাত। আরো একবার নতুন টেকনোলজির ব্যবহার করে ভারতীয় বাজারে এই মডেলটির নতুন ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। অন্যান্য দেশে এই মডেলের বিক্রি বেশ ভালই হয়। আফ্রিকায় এই মডেলটি 40 শতাংশ মার্কেট ধরে রেখেছে। এছাড়া এই মডেলটি কোম্পানির তরফ থেকেও বেশ প্রমোট করা হয়। দামও সাশ্রয়ী রাখার চেষ্টা করে কোম্পানি।

অন্যান্য দেশে এই গাড়ির চাহিদা বেশি হওয়ার খবর ভারতের মানুষদের কানেও এসে পৌঁছেছে। তারপর থেকে এই গাড়িটি নিয়ে মানুষের কৌতুহল অনেকটা বেড়ে গেছে। এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে Bajaj Motors। Bajaj Boxer-এর হাইপ ভারতে সৃষ্টি হওয়ার পর‍ এবার লঞ্চের পালা। ইতিমধ্যে এই মডেলটির লঞ্চের খবর সামনে আনা হয়েছে। অনেকেই মনে করছেন এই গাড়িটি ভারতীয় মার্কেটে রাজত্ব করবে। তবে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো তথ্য সামনে আনা হয়নি।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Post Next Post

Fashion & Beauty