বিশ্বের দীর্ঘতম, উচ্চতম, ক্ষুদ্রতম সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর The world's longest, highest, smallest related GK questions and answers

The World's Longest, Highest, Smallest Related GK Questions And Answers

BCS General Knowledge Question

বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষার জন্য বেশ উপযোগী প্রশ্ন । সাধারণ জ্ঞান অংশে এই ধরনের ২ থেকে ৩ টি প্রশ্ন থাকবেই । তাই এ ধরনের প্রশ্নগুলো মোটেও অবহেলা করবেন না । সময় থাকতে পড়ে নিন কাজে দিবে ।
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ নীল নদ।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম সাঁতারের পথ কোনটি?
উত্তরঃ ইংলিশ চ্যানেল।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ট্রেন কোনটি?
উত্তরঃ ফ্লাইং স্কটসম্যান।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি?
উত্তরঃ তান্না (জাপান)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম গিরিখাত কোনটি?
উত্তরঃ মালাক্কা অববাহিকা।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?
উত্তরঃ ডি রিভার (যুক্তরাষ্ট্র)।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম পাখি কোনটি?
উত্তরঃ হামিং বার্ড।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উত্তরঃ আর্কটিক মহাসাগর।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তরঃ বুধ।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম উপসাগর কোনটি?
উত্তরঃ মেক্সিকো উপসাগর।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম হ্রদ কোনটি?
উত্তরঃ বৈকাল হ্রদ।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম প্রাণী কোনটি?
উত্তরঃ জিরাফ।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম শহর কোনটি?
উত্তরঃ ওয়েন চুয়ান (তিব্বত)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম রাজধানী কোনটি?
উত্তরঃ লাপাজ (বলিভিয়া)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি?
উত্তরঃ এঞ্জেল (ভেনিজুয়েলা)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম হ্রদ কোনটি?
উত্তরঃ টিটিকাকা (বলিভিয়া)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম গলনাঙ্ক কোনটি?
উত্তরঃ ট্যাংষ্টেন।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম বৃক্ষ কোনটি?
উত্তরঃ ক্যালিফোর্নিয়ার উপকূলের রেড উড শ্রেণীর গাছ।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম গিরিপথ কোনটি?
উত্তরঃ আল্পিনা।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তরঃ ভ্যাটিকান সিটি।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম টিভি মাস'ল কোনটি?
উত্তরঃ কেভিএলওয়াই টিভি মাস্তুল (যুক্তরাষ্ট্র)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম দেশ কোনটি?
উত্তরঃ তিব্বত।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম গির্জা কোনটি?
উত্তরঃ চ্যাপেন্স অব সান্তা- ইসাবেল (ভ্যাটিকান সিটি)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদী অববাহিকা কোনটি?
উত্তরঃ আমাজান অববাহিকা।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্রাণী(দীর্ঘজীবী)কোনটি?
উত্তরঃ কচ্ছপ (জীবনকাল ১৯০-২০০ বছর)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম লস্ফ প্রাণী কোনটি?
উত্তরঃ ক্যাঙ্গারু।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম করিডোর কোনটি?
উত্তরঃ রামেশ্বরম মন্দিরের করিডোর।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম গলাবিশিষ্ট প্রাণী কোনটি?
উত্তরঃ জিরাফ।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ মিসিসিপি ও মিসৌরী।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্রাচীর কোনটি?
উত্তরঃ চীনের মহাপ্রাচীর।
 
প্রশ্নঃ বিশ্বের দ্রুততম যাত্রীবাহী বিমান কোনটি?
উত্তরঃ কনকর্ড।
 
প্রশ্নঃ বিশ্বের দ্রুততম যুদ্ধবিমান কোনটি?
উত্তরঃ লকহিড YF 123 (শব্দের চেয়ে তিনগুণ বেশি দ্রুত)।
 
প্রশ্নঃ বিশ্বের দ্রুততম ট্রেন কোনটি?
উত্তরঃ হারমনি এক্সপ্রেস (চীন)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান- মহাসাগর।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম খাদ কোনটি?
উত্তরঃ মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান- মহাসাগর)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম সাগর কোনটি?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগর।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি?
উত্তরঃ আন্দিজ পর্বতমালা।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম আগ্নেয়গিরি কোনটি?
উত্তরঃ কটাপেক্সী (আন্দিজ, ইকুয়েডর)।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম দেশ কোনটি?
উত্তরঃ মালদ্বীপ।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম দিন কোনটি?
উত্তরঃ ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম রাত কোনটি?
উত্তরঃ ২১ জুন (উত্তর গোলার্ধে)।

প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম ফুল কোনটি?
উত্তরঃ পিলিয়া মাইক্রোফোলিয়া।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি?
উত্তরঃ নাউরু।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম মাছ কোনটি?
উত্তরঃ ইনষ্ট্যান্ট ফিস(ওজন ১ মি. গ্রাম)।
 
প্রশ্নঃ বিশ্বের ক্ষুদ্রতম সাবমেরিন কোনটি?
উত্তরঃ সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি)। 
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম স্থান কোনটি?
উত্তরঃ আজিজিয়া (লিবিয়া)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম মালভূমি কোনটি?
উত্তরঃ পামির।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম ভবন কোনটি?
উত্তরঃ বুর্জ খলিফা (সংযুক্ত আরব আমিরাত)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?
উত্তরঃ কক্সবাজার।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম প্রণালী কোনটি?
উত্তরঃ তাতার প্রণালী।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম উড়াল সড়কসেতু কোনটি?
উত্তরঃ বাং না এক্সপ্রেসওয়ে (থাইল্যান্ড, ৫৪ কিমি)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
উত্তরঃ গ্র্যান্ড খাল।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি?
উত্তরঃ সুয়েজ খাল।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম রেলপথ কোনটি?
উত্তরঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম মূর্তি কোনটি?
উত্তরঃ মাদারল্যান্ড (রাশিয়া)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ দি হিউম্যান কন্ডিশন।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম যুদ্ধ কোনটি?
উত্তরঃ শতবর্ষব্যাপী যুদ্ধ (ফ্রান্স- ব্রিটেন)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম জাহাজ কোনটি?
উত্তরঃ এমভি মন্ট (পূর্বনাম কনক নেভিস)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম মিলিটারি জাহাজ কোনটি?
উত্তরঃ এন্টারপ্রাইজ ক্লাস।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী জাহাজ কোনটি?
উত্তরঃ ওয়াসিস অব দ্য সি।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম কাঠের জাহাজ কোনটি?
উত্তরঃ পিটার ভন ড্যানজিং।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম সমুদ্র প্রাচীর কোনটি?
উত্তরঃ সাইমেনজিয়াম সি ওয়াল (দ. কোরিয়া)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি?
উত্তরঃ হাংবু বে সেতু (চীন)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি?
উত্তরঃ সুতং সেতু (চীন)।
 
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি?
উত্তরঃ সেইকান টানেল (জাপান)।
 
প্রশ্নঃ বিশ্বের দ্রুততম প্রাণী কোনটি?
উত্তরঃ চিতা বাঘ।
 
প্রশ্নঃ বিশ্বের দ্রুততম পাখি কোনটি?
উত্তরঃ সুইফট পাখি।
 
প্রশ্নঃ বিশ্বের দ্রুততম মাছ কোনটি?
উত্তরঃ টুনি মাছ।
 
প্রশ্নঃ বিশ্বের দ্রুততম সাপ কোনটি?
উত্তরঃ আফ্রিকার কালো মাম্বা।

 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম পর্বতমালা কোনটি?
উত্তরঃ হিমালয়।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তরঃ এভারেষ্ট (নেপাল)।
 
প্রশ্নঃ বিশ্বের উচ্চতম মিনার কোনটি?
উত্তরঃ বাদশাহ হাসান মসজিদের মিনার (মরক্কো)।

 

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

ads-for-post
Previous Post Next Post

Fashion & Beauty