Most Important ICT Related Brief Question For Job Exam


১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা।
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন।
৪) তথ্য= উপাত্ত+প্রেক্ষিত+অর্থ।
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি।
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO.
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী।
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার।
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি।
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে।

১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে।
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি – 88.5-108.0 Hz.
১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের।
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line.
১৫) দেশে বেসরকারি চ্যানেল – ৪১টি।
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)।
১৮) ARPANET চালু করে – মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে।
২০) ARPANET-এ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে।


২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে।
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে।
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে।
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে।
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী – প্রায় ৫ কোটি ২২ লাখ (৩২%)।
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় – ১৯৬৯-১৯৮৩ সাল।
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা।
২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)।
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে।

৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে।
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান।
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি।
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়।
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট।
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records.
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন।
৩৭) IT+Entertainment = Xbox.
৩৮) IT+Telecommunication = iPod.
৩৯) IT+Consumer Electronics= Vaio.
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে।


৪১) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
৪২) রোবটের উপাদান – Power System, Actuator, Sensor, Manipulation.
৪৩) PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board.
৪৪) খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা।
৪৫) নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি।
৪৬) মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১।
৪৭) চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০ জুলাই, ১৯৬৯ সালে।
৪৮) MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning.
৪৯) UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত। # Engr_Sohag
৫০) GPS এর পূর্ণরুপ – Global Positioning System.

৫১) ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি।
৫২) হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩) আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড।
৫৪) Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg.
৫৫) Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬) এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম।
৫৭) Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson.
৫৮) রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg (1972)
৫৯) বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি – ইঁদুর (1974)
৬০) বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech (1976)

৬১) GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism.
৬২) পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানো টেকনোলজি।
৬৩) অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্ক৬৩) অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে।
৬৪) Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি।
৬৫) ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification/ Screen Reading Software.
৬৬) যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি।
৬৭) ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth.
৬৮) Bandwidth মাপা হয় – bps.
৬৯) ন্যারো ব্যান্ডের গতি – 45-300 bps.
৭০) ভয়েস ব্যান্ডের গতি – 9600 bps.

৭১) ব্রডব্যান্ডের গতি – 1 Mbps.
৭২) ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন – এসিনক্রোনাস।
৭৩) সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি।
৭৪) ডাটা ট্রান্সমিশন মোড – ৩ প্রকার।
৭৫) একদিকে ডাটা প্রেরণ – সিমপ্লেক্স মোড।
৭৬) উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয় – হাফ ডুপ্লেক্স মোড।
৭৭) একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড।
৭৮) ক্যাবল তৈরি হয় – পরাবৈদ্যুতিক (Dielectric) পদার্থ দ্বারা।
৭৯) Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত।
৮০) Twisted Pair Cable এ তার থাকে – 4 জোড়া।

৮১) Fiber Optic – Light signal ট্রান্সমিট করে।
৮২) মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz.
৮৩) কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে – ১৯৫০ এর দশকে।
৮৪) Geosynchronous Satellite স্থাপিত হয় – ১৯৬০ এর দশকে।
৮৫) কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে।
৮৬) Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter.
৮৭) Wi-fi এর পূর্ণরুপ – Wireless Fidelity.
৮৮) Wi-fi এর গতি – 54 Mbps.
৮৯) WiMax শব্দটি চালু হয় – ২০০১ সালে।
৯০) WiMax এর পূর্ণরুপ – Worlwide Interoperabilty for Microwave Access.


৯১) ৪র্থ প্রজন্মের প্রযুক্তি – WiMax.
৯২) WiMax এর গতি – 75 Mbps.
৯৩) FDMA = Frequency Division Multiple Access.
৯৪) CDMA = Code Division Multiple Access.
৯৫) মোবাইলের মূল অংশ – ৩টি।
৯৬) SIM = Subscriber Identity Module.
৯৭) GSM = Global System for Mobile Communication.
৯৮) GSM প্রথম নামকরণ করা হয় – ১৯৮২ সালে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url