How to prepare for the BCS Preliminary Examination | bcs preparation guideline | BCS preliminary Exam suggestion

যারা BCS প্রিলি দিচ্ছেন তারা একটু মনোযোগ সহকারে এটি পড়বেনঃ
যারা নতুন তাদের মনে কিছু প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক –
কি পড়বো ?
কোথা থেকে পড়বো ?
নিজে নিজে মডেল টেস্ট করলে নম্বর উঠতেছে না ! নেগেটিভ নম্বর বেশি হচ্ছে !
পরিক্ষাই কোন প্রশ্নগুলো সবার আগে করবো ?
খুব টেনশন হচ্ছে !

মনে রাখবেন প্রতিযোগিতা মুলক পরিক্ষায় একটা প্ল্যান জরুরি । সারাদিন পড়লেও হবে না , আবার অল্প পড়লেও হবে যদি আপনার সঠিক প্লান করে পড়া হয় । কোথা থেকে প্রশ্নে আসে বেশি সেই টপিকসগুলোর চিহ্নিত করুন , এবার দেখুন আপনার কোন গুলোতে বেশি সমস্যা সেগুলো আগে পড়ে ফেলুন । যাদের প্রস্তুতি ভালো তারা কনফিউশন, কঠিনগুলোর জিস্ট করে লিখে লিখে পড়ুন মনে থাকবে । আর যেসব তথ্য মনে থাকে না, বা কঠিন সেগুলো আলাদা ভাবে  চিহ্নিত করুন  যাতে বার বার পড়া যায় ।
বিষয়ভিত্তিক কোন টপিকগুলোকে গুরুত্ব দিবো?
বিসিএস প্রিলিতে ২০০ নম্বর। এক্ষেত্রে ৬০%  অর্থাৎ ১২০ নম্বর পেলেই আপনি উত্তীর্ণ হতে পারছেন।
মানবন্টন -
বাংলা ৩৫ নম্বর
ইংরেজি ৩৫ নম্বর
বাংলাদেশ বিষয়াবলী ৩০ নম্বর
আন্তর্জাতিক বিষয়াবলী ২০ নম্বর
ভূগোল ১০ নম্বর
নৈতিকতা ও সুশাসন ১০ নম্বর
গাণিতিক যুক্তি ১৫ নম্বর
মানসিক দক্ষতা ১৫ নম্বর
সাধারণ বিজ্ঞান ১৫ নম্বর
কম্পিউটার ১৫ নম্বর
মোট ২০০ নম্বর

কি পড়বো ?
মনে রাখবেন প্রতিযোগিতা মুলক পরিক্ষায় একটা প্ল্যান জরুরি । সারাদিন পড়লেও হবে না , আবার অল্প পড়লেও হবে যদি আপনার সঠিক প্লান করে পড়া হয় । কোথা থেকে প্রশ্নে আসে বেশি সেই টপিকসগুলোর চিহ্নিত করুন , এবার দেখুন আপনার কোন গুলোতে বেশি সমস্যা সেগুলো আগে পড়ে ফেলুন । যাদের প্রস্তুতি ভালো তারা কনফিউশন, কঠিনগুলোর জিস্ট করে লিখে লিখে পড়ুন মনে থাকবে । আর যেসব তথ্য মনে থাকে না, বা কঠিন সেগুলো আলাদা ভাবে  চিহ্নিত করুন  যাতে বার বার পড়া যায় ।
বাংলা ১৫ নম্বর - বানান শুদ্ধকরণ, পরিভাষা, সমার্থক শব্দ, ধ্বনি, শব্দ, বাক্য, প্রত্যয়, সমাস, সন্ধি।
বাংলা সাহিত্য ২০ নম্বর -
প্রাচীন যুগ- চর্যাপদ (সম্ভব্য ১টি )
মধ্যযুগ-
শ্রীকৃষ্ণকীর্তন (সম্ভব্য ১টি)
পদাবলী (সম্ভব্য ১টি),
লোকসাহিত্য (সম্ভব্য ১টি),
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য (সম্ভব্য ১টি)
আধুনিক যুগ
২০ টা টপিক থেকে সম্ভব্য ৫টি সিউর আসবে, বেশিও আসতে পারে-
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২. রবীন্দ্রনাথ ঠাকুর
৩. কাজী নজরুল ইসলাম
৪. জসীম উদদ্দীন
৫. শামসুর রহমান
৬. বেগম রোকেয়া
৭. প্রমথ চৌধুরী
৮. মাইকেল মধুসূদন দত্ত
৯. দীনবন্ধু মিত্র
১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১১. মীর মোশাররফ হোসেন
১২. জীবনানন্দ দাশ
১৩. হাসান হাফিজুর রহমান
১৪. সেলিম অাল দীন
১৫. শওকত ওসমান
১৬. হুমায়ুন আহমেদ
১৭. নির্মলেন্দু গুণ
১৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৯. পত্রিকা বিষয়ক প্রশ্ন
২০. ভাষা বিষয়ক সমালোচনা গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ

ইংরেজি ভাষা 20 marks
1. Parts of speech (06)
Noun
Number
Participle
Adverb
Preposition
2. Phrase & Idioms (সম্ভব্য ৩টি)
3. Clause (সম্ভব্য ১টি)
4. Correction (সম্ভব্য ১টি)
5. Voice, Narration (সম্ভব্য ১টি)
6. Spelling (সম্ভব্য ১টি)
7. Condition (সম্ভব্য ১টি)
8. Agreement (সম্ভব্য ১টি)
9. Tense (সম্ভব্য ১টি)
ইংরেজি সাহিত্যঃ  10 marks
1. Literaray terms
2. Period of English Literature
3. William Shakespeare
4. Romantic Age (সম্ভব্য ২টি)
5. G.B Shaw
6. W.B Yeats
7. Thomas Gray
8. লেখকদের বিখ্যাত উক্তি
9. উপাধি

বাংলাদেশ বিষয়াবলী ৩০ নম্বর-
১. মুঘল আমলে বাংলাদেশ (সম্ভব্য ১টি)
২.ইস্ট ইন্ডিয়া কোম্পানীর আমলে সংস্কার, উন্নয়ন ও আন্দোলন (সম্ভব্য ১টি)
৩. ভাষা আন্দোলন (সম্ভব্য ১টি)
৪. ছয় দফা (সম্ভব্য ১টি)
৫. ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর (সম্ভব্য ৩টি)
৬. কৃষি (সম্ভব্য ৩টি)
৭. সংবিধান (সম্ভব্য ৩টি)
৮. জাতীয় বিষয়াবলি ও অর্জন (সম্ভব্য ১টি)
৯. সংস্কৃতি ও খেলাধূলা (সম্ভব্য ১টি)
১০. জনসংখ্যা ও নৃতাত্ত্বিক গোষ্ঠী (সম্ভব্য ৩টি)
১১. অর্থনীতি (সম্ভব্য ৩টি)

পরিক্ষাই কোন প্রশ্নগুলো সবার আগে করবো ?
এটি নির্ভর করবে আপনি কোন পার্টে দক্ষ ও প্রশ্নপত্রের মানের উপর । যে পার্ট সহজ ও দক্ষতা ভালো সে পার্ট আগে করে সময় সেভ করতে হবে।
কঠিন প্রশ্ন দেখে ঘাবড়ানো দরকার নেই , মাথা ঠান্ডা রেখে নিজের বেসিক ধরে দাগান । যেটা পারতেছেন না সেটি নিয়ে সময় নষ্ট না করে গোল চিহ্ন দিয়ে নেক্সট করুন । এভাবে প্রথমবার গোটা প্রশ্নপত্রের সব সহজ প্রশ্নগুলো শেষ করুন । পরের বার চিন্তা করে ও রিস্ক ফ্যাক্টর বিবেচনা করে দাগান ।
আর হ্যাঁ, ভুলেও আশেপাশের কারো দেখে দাগাবেন না কিংবা কারো সাথে আলোচনা করে দাগাতে যাবেন না- এতে ভুল/ নেগেটিভ নম্বর বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

পরিক্ষাই কতটি উত্তর ভরাট করবো ?
এটি নির্ভর করবে প্রশ্নের মান ও আপনার প্রস্তুতির উপর । তবে বিগত ৫টি বিসিএসে কাটনম্বর ১১৮ ক্রস করেনি। অনেকেই আবার ১২০টি দাগিয়েই বসে থাকেন , এটি ঠিক না । ব্যাক আপের জন্য আরো কয়েকটি দাগানো উচিত ; কেননা আপনি যেগুলো দাগিয়েছেন সেগুলোর মধ্যেও নরমালি সব গুলো সঠিক হবে না । এদিক বিবেচনায় ১৩৫টি দাগানো একটু সেফ জোন বলা যায়। যদি ১০টি ভুলও হয় তবুও ১২০ থাকবে ।
তবে ১৪৫ + উপরে যাওয়া শুরু করলে নেগেটিভ নম্বর বেশি হওয়া শুরু করবে । কেননা, প্রশ্ন হবে সহজ -কঠিনের সমন্বয়ে । আর পিএসসির টার্গেটই হলো বাদ দেওয়া তাই ওনারাও প্রশ্ন সেভাবেই সমন্বয় করেন।

সঠিক উপদেশঃ
অবশ্যই পরীক্ষার সেন্টারে পরীক্ষা হওয়ার ২ঘণ্টা আগে পৌছানোর চেষ্টা করবেন, শেষ মুহূর্তে যেতে গিয়ে যানজট পড়ে যেতে পারেন ,এতে সেন্টারে দেরিতে ঢুকে ৫-১০ নম্বর অটো মাইনাস হওয়ার চান্স বেশি। তাই আগে থেকেই খোঁজ রাখুন/ বন্দোবস্ত রাখুন যাতে দ্রুত যাওয়া যায় । আর বৃহস্পতিবার রাতে যত আর্লি সম্ভব ঘুমাতে যাবেন । শুক্রবার সকালে কিংবা রাস্তায় যেতে যেতে কোনো বই পড়বেন না এসব পড়ে কিছু হয় না। ঐ সময়টাতে ব্রেনকে রিলাক্স এ রাখার চেষ্টা করুন ।
এ্যাডমিট কার্ড, ২ টা চালু কলম ও ১টি পেন্সিল( প্রশ্নপত্র দাগানোর জন্য) সাথে নিয়ে যাবেন ।
সবার জন্য শুভকামনা

প্রশ্ন ১: আমার সাবজেক্ট অমুক,আমি কোন কোন ক্যাডার চয়েজ দিতে পারব?
উত্তর: বিসিএস এ আবেদন ফর্মে আপনার সাবজেক্ট input দেওয়ার পর আপনি যতটা/যেসব ক্যাডারে আবেদন করতে পারবেন সেসব ক্যাডারের একটা তালিকা চোখের সামনে ভেসে উঠবে। আপনি চাইলেই যেকোনো ক্যাডার চয়েস দিতে পারবেন না। উক্ত list থেকেই দিতে হবে। এবার আপনি একটি চয়েজ দিবেন নাকি সব দিবেন সেটা আপনার ব্যাপার।

প্রশ্ন২: আমার cgpa কম,এটা কি ভাইভাতে প্রভাব ফেলবে?
উত্তর: না,কোন প্রভাব ফেলবে না। শুধু পরীক্ষায় অংশগ্রহণ করার মত cgpa থাকলে হবে।বরং cgpa বেশি থাকলে আপনার পঠিত বিষয়ের উপর ভালো দক্ষতা রাখতে হবে কারণ আপনার পঠিত বিষয় সম্পর্কে যদি না জানেন তবে আপনার বিশ্ববিদ্যালয়ের / ডিপার্টমেন্টের পড়াশোনার মান নিয়ে প্রশ্ন করবে। এটা আপনার জন্য একটা নেগেটিভ সাইড হতে পারে। তাই সিজিপিএ কম হলে হতাশ হওয়ার কিছুই নেই।

প্রশ্ন ৩:আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি কি ক্যাডার হতে পারব?
উত্তর: প্রতিটা বিসিএসে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ৩০০ থেকে ৪০০ বা এরও বেশী ক্যাডার হয়ে থাকেন। এবার বুঝুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেমন পরিশ্রমী ও মেধাবী। পুলিশ, ফরেন, admin, শিক্ষাসহ সব ক্যাডারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রয়েছেন।
প্রশ্ন ৪:আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ক্যাডার হতে পারব??
উত্তর:আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারি চাকরির দিকে ছুটত কম। এখন তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং ক্যাডার হচ্ছেন। 34 তম বিসিএস এ ফরেন তথা সম্মিলিত মেধা তালিকায় প্রথম যিনি তিনি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আহসানউল্লাহর ছাত্র ছিলেন।

প্রশ্ন ৫:আমি কোন কোন ক্যাডার চয়েজ দেবো?
উত্তর: আপনার যে যে ক্যাডার ভালো লাগে সেটা চয়েজে রাখবেন। পোস্ট একটি হলেও তাই করবেন। হুজুগে চয়েজ দিবেন না। প্রতিটা ক্যাডার সম্পর্কে জেনে নিবেন আগে।

প্রশ্ন ৬: আমার হাত ভেঙেছিল/ পা ভেঙেছিল, আমি কি পুলিশ ক্যাডার চয়েস দিতে পারব?
উত্তর: আপনি যদি মনে করেন পুলিশ একাডেমীর কঠোর ট্রেনিং এর জন্যে আপনি ফিট তবে অবশ্যই দিতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা নেই। স্বাস্থ্য পরীক্ষায় কোন ধরনের হাত বা পায়ের এক্সরে করানো হয় না শুধুমাত্র বুকের এক্স-রে করানো হয়।

প্রশ্ন ৭: বিসিএস আবেদনে এনআইডি কি আবশ্যিক?
উত্তর: না। যদি আপনার এনআইডি থেকে থাকে তবে আপনি অবশ্যই সেই এনআইডি নাম্বার সাবমিট করবেন। কেননা সেখানে অপশন থাকে আপনার এনআইডি আছে কি নাই ? থাকার পরেও যদি নাই অপশন দেন তাহলে এটি মিথ্যা তথ্য দিলেন ।উল্লেখ্য বর্তমান সার্কুলারগুলোতে যদি এনআইডি বাধ্যতামূলক করে তবে অবশ্যই এনআইডি নম্বর লাগবে।

প্রশ্ন ৮ঃ আমার এনআইডি তে নিজের নাম/ বাবার নাম/ মায়ের নাম ভুল আছে। বিসিএস আবেদনে কোন প্রবলেম হবে?
উত্তর: না, বিসিএস আবেদন এ কোন প্রবলেম হবেনা। তবে এনআইডির স্ক্যান কপি রেখে এটা সংশোধন করে নিবেন। তাতে ভেরিফিকেশনে আর কোন সমস্যা হবে না।

প্রশ্ন ৯: আমি কি এনআইডিতে দেওয়া ঠিকানা স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করব?
উত্তর: এনআইডিতে উল্লেখিত ঠিকানা যদি আপনার স্থায়ী ঠিকানা হয় তবে অবশ্যই সেটা ব্যবহার করবেন। আপনার বাবার ঠিকানা অর্থাৎ উত্তরাধিকারসূত্রে যেখানে সম্পত্তি প্রাপ্ত হবেন সেই ঠিকানায় আপনার স্থায়ী ঠিকানা। আর বিসিএস আবেদনে সে ঠিকানায় ব্যবহার করতে হবে।এনআইডির ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা নির্দেশ করে না । আপনি কোন এলাকায় ভোটার হয়েছেন সেটা নির্দেশ করে । আপনি ভোটার এলাকা পরিবর্তন করে অন্য ঠিকানায় যেতে পারেন সে ক্ষেত্রেও আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন হবে না ।

প্রশ্ন ১০ঃ বিসিএস আবেদনে এনআইডির স্বাক্ষরটায় ব্যবহার করতে হবে ?
উত্তরঃ না । সহজ , বিকৃত হবে না এরুপ স্বাক্ষর দিবেন ।

More Search Result From This Site:

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

ads-for-post
Previous Post Next Post

Fashion & Beauty