Queation Bank OF BANK Exam - All Previous Year Queation Together | বিগত ব্যাংক পরীক্ষার প্রায় ৭০০ টি MCQ একসাথে দেখে নিন:::::::


চাকরির পরীক্ষায় বিগত বছরে আসা সব প্রশ্নোত্তর এখান থেকে ব্যাংক বা অন্য পরীক্ষায় চাকরির পরীক্ষায় ৬০% কমন পেতে পারেন

বাংলা - শব্দার্থ
১/ শুখো - অনাবৃষ্টি
২/ হাজা - অতিবৃষ্টি
৩/ লেফাফা - মোড়ক, পোশাক
৪/ রম্ভা - কলা
৫/ পনস - কাঁঠাল
৬/ কুম্ভিলক - নকলবাজ
৭/ শীকর - বৃষ্টির জল
৮/ নির্নিমেষ - অপলক
৯/ ধুপ - রোদ
১০/ বুধ - জ্ঞানী
১১/ তুহিন - ঠাণ্ডা
১২/ তাঞ্জাম- পালকি
১৩/ তানাজা- ঝগড়া,বিবাদ
১৪/তাবুত-শবাধার,কফিন
১৫/ তাবেঈন- অনুসারীগণ
১৬/ তামদারি- আপ্যায়ন;অভ্যর্থনা
১৭/ তামস-ঘন অন্ধকারাচ্ছন্ন
১৮/ তামান্না- আশা,অভিলাষ
১৯/ দীপিকা- প্রদীপ,জোছনা
২০/ নুলোম-এর শাব্দিক অর্থ হলো- অনুক্রম, যথাক্রম
২২/কুষ্মাণ্ড - কুমড়া
২৩/সালতি - ছোট ডিঙ্গি নৌকা
২৪/প্রদোষ - সন্ধ্যা
২৫/মাতৃষ্বসা - খালা
২৬/মণ্ডূক - কুনোব্যাঙ
২৭/আহব - যুদ্ধ
২৮/সওগাত - উপহার
২৯/অসিতবরণ - কালো রং
৩০/ষষ্টি - লাঠি
৩১/গন্ধবহ - বায়ু
৩২/হোমাগ্নি - আগুন
৩৩/ওদন - অন্ন, খাবার
৩৪/মুঢ়োতা - কুসংস্কার
৩৫/আভাষ - পূর্ব ধারণা
৩৬/আকিঞ্চন - ইচ্ছা
৩৭/অরণি - আগুন/ অগ্নি উৎপাদনের কাঠ
৩৮/কুবের - ধনের দেবতা
৩৯/পর্ণশালা - পাতা দিয়ে ছাওয়া ঘর

  বাংলা -বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শুদ্ধ বাক্য, এক কথায় প্রকা ও সাহিত্য

১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ
২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
৩) শান্ত এর বিপরীত শব্দ – অশান্ত
৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে
৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে
৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত
১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
২১) কোনটি সঠিক – আপাদমস্তক
২২) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস
২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
২৪) রক্ত করবী – নাটক
২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর
২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী
৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক
৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়
৩৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক
৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প
৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার
৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা
৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ
৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি
৪০) শুদ্ধ বানান – পিপীলিকা
৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ –প্রত্যয়জনিত কারনে।


বাংলা সাহিত্য ও সাধারন জ্ঞান

1.     কালোরাত হলো ১৯৭১ সালের ২৫ মার্চ (বৃহস্পতিবার) এবং আমাদের বিজয় দিবস- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর(বৃহস্পতিবার)
2. বাংলাদেশ UNESCO এর সদস্যপদ লাভ ১৯৭২সালে এবং IAEA এর সদস্যপদ লাভ ১৯৭২ সালে ।
3. বাংলাদেশ Commonwealth এর সদস্যপদ লাভ ১৯৭২ সালে এবং WHO এর সদস্যপদ লাভ করে ১৯৭২সালে ।
4. বাংলাদেশ NAM এর সদস্যপদ লাভ ১৯৭৩ সালে এবং FAO এর সদস্যপদ লাভ ১৯৭৩ সালে ।
5. বাংলাদেশ ADB এর সদস্যপদ লাভ ১৯৭৩ সালে এবং RED CROSS এর সদস্যপদ লাভ করে ১৯৭৩ সালে ।
6. কবি আল মাহমুদের 'কালের কলস' কব্যটি ১৯৭৩ সালে প্রাকাশিত হয় এবং কবি আল মাহমুদের "সোনালি কাবিন" কাব্যটি ১৯৭৩ সালে প্রাকাশিত হয়।
7. বাংলাদেশে UN এর সদস্যপদ লাভ ১৯৭৪ সালে এবং OIC এর সদস্যপদ লাভ ১৯৭৪ সালে ।
8. বাংলাদেশে IDB এর সদস্যপদ লাভ ১৯৭৪ সালে এবং FIFA এর সদস্যপদ লাভ১৯৭৪ সালে ।
9. ১৯৭৫ সালে প্রথমবারের মতো পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালে শেখ মুজিব কে সহপরিবারে হত্যা করা হয়।
10. বাংলাদেশ INTERPOL এর সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে এবং IFC এর সদস্যপদ লাভ করে ১৯৭৬ সালে ।
11.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্গ "ভিখারিনী " মধ্যে মোট গল্গ রয়েছে ১১৯ টি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গল্গগুচ্ছ মধ্যে মোট গল্গ রয়েছে ১১৯ টি।
12. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ শেষ কবিতাটি ১৯৪১ সালের ৩০ জুলাই রচনা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের "সভ্যতার সংকট " প্রবন্ধটি ১৯৪১ সালে প্রাকাশিত হয়।
13. কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্ দীনের মৃত্যু ১৯৭৬ সালে এবং
একুশে পদক প্রদান শুরু হয় ১৯৭৬ সালে।
14. ভাষা আন্দোলন হয় ১৯৫২সালে এবং এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে।
15. ২য় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে এবং ইউনেস্ক , জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
16. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ১৯৭২ সালে এবং ভারত -বাংলাদেশ মৈত্রী চুক্তি ১৯৭২ সালে।
17.পাবর্ত্ য চট্টগ্রাম শান্তি চুক্তি ১৯৯৭ সালে হয় এবং বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ ১৯৯৭ সালে।
18.২য় বিশ্বযুদ্ধ শেষ হয় ১৯৪৫ সালে এবং ইউনেস্ক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
19. শেরে বাংলা করুন্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন করে এবং টিভির বাণিজি্যক উৎপাদন ১৯৪০ সালে
20. জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে এবং জাপানে পারমানিক বোমা ফেলা হয় ১৯৪৫ সালে।
21.কাজী নজরুল ইসলাম ২৫মে ১৮৯৯ জন্মগ্রহণ করেন এবং জীবনানন্দ দাশ ১৭ই ফেব্রুয়ারি ১৮৯৯ জন্মগ্রহণ করেন।
22. প্রমথ চৌধুরী ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন এবং জসীমউদ্দীন ১৪ই মার্চ ১৯৭৬ মৃত্যুবরণ করেন ।
23. কবি আল মাহমুদের "সোনালী কাবিন" কব্যটি ১৯৭৩ সালে প্রকাশিত হয় এবং কবি আল মাহমুদের "কালের কলস " ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
24. শামসুর রহমানের "এক ধরনের অহংকার "নামক কব্যটি ১৯৭৫ সালে প্রকাশিত হয় এবং "আমি অনাহারী " নামক কব্যটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।
25.রবীন্দ্রনাথ ঠাকুরের "সভ্যতার সংকট " নামক প্রবন্ধটি ১৯৪১ সালে প্রকাশিত হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের
" শেষ লেখা " নামক কব্যটি ১৯৪১ সালে প্রকাশিত হয়।

বাংলা ব্যাকরণ MCQ উপযোগী

১) ভাষার মূল উপাদান – ধ্বনি
২) আভরণ শব্দের অর্থ – অলংকার
৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা – বিয়োজক অব্যয়
৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ – তোষামুদে
৫) বাবুর্চি – তুর্কি শব্দ
৬) শুদ্ধ বানান – মূর্ধন্য
৭) চীনা শব্দ – চা, চিনি
৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য – বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
৯) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে
১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ – কৃতকর্ম
১১) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না – প্রশ্নবোধক অর্থে
১২) পাবক শব্দের সমার্থ – অগ্নি
১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা – সমাপ্তি
১৪) তুমি যাও – অনুজ্ঞা
১৫) সঠিক যে টি – পথের দাবী ( উপন্যাস)
১৬) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ
১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক – হুমায়ুন কবির
১৮) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ
১৯) আবোল তাবোল কার – সুকুমার রায়
২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম কেরি
২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা
২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য – অন্তমিল থাকেনা
২৩) চাঁদ – তদ্ভব শব্দ
২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে – বিশেষ্য
২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য
২৬) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ
২৭) শুদ্ধ বানান – নির্নিমেষ
২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়
৩০) ইহলোকে যা সামান্য নয় – আলোক সামান্য
৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল নাচের ইতিকথার
৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় – সাধু ভাষায়
৩৩) রাত্রির সমার্থক নয় – বারিদ
৩৪) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার একটি উপভাষা
৩৫) অভিধানে আগে বসবে – চাঁটি শব্দি
৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান – নজরুলের সাম্যবাদী কবিতার লাইন
৩৭) অভিনিবেশ শব্দের অর্থ – মনোযোগ
৩৮) সঠিক বাক্য – আমার কথাই প্রমাণিত হলো
৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত অতীত
৪০) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

বাংলাদেশ ব্যাংক এডি ২০১৩, ২০১৪

১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ – গোপন রাখার প্রয়াস
২) কোনটি পরিচ্ছদ – শিমুল
৩) যৌগিক বিশোষণের উদাঃ – পন্ডিত জনোচিত উক্তি
৪) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা
৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ
৬) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা
৭) Transliteration এর পরিভাষা – প্রতিবর্ণীকরন
৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন – মুনীর চৌধুরী
৯) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
১০) এক জাতীয় নয় – তনয়
১১) শামসুর রাহমানের গদ্য গন্থ – স্মৃতির শহর
১২) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত
১৩) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে কী – বিরক্তি বোঝায়
১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা – কবিতা
১৫) সমার্থক নয় – মরৎ
১৬) The window panes steamed up এর বাংলা – জানালার কাচ ঝাপসা হয়ে গেল
১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য – পুবের হাওয়া
১৮) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)
১৯) যৌবন এর বিপরীত শব্দ – জরা
২০) ছেমড়া শব্দটি – সংস্কৃত
২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান – হরিশংকর
জলদাস
২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ দুঃখ ( ১৯৭৬)
২৩) চাচা কাহিনীর লেখক – সৈয়দ মুজতবা আলী
২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা – আল মাহমুদ
২৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন – শামসুর রাহমান
২৬) শুব্দ বানান – মুমূর্ষু
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি
২৯) Executive – এর পরিভাষা – নির্বাহী
৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা
৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা + বিণ
৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস
৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে ৭মী
৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় – বারি
৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড় বান্দা
৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস
৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা
৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা
৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র
৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত

 বাংলাদেশ ব্যাংক এডি ২০১১, ২০১২
১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ
২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ
৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত
৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ
৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে
৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??
৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে
৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল
৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত
১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি
১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার
১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র
১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু
১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী
১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী
১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়
১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত
১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি
১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস
২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল
২১) কোনটি সঠিক – আপাদমস্তক
২২) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস
২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত
২৪) রক্ত করবী – নাটক
২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী
২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার
২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা
২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর
২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী
৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক
৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়
৩৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক
৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত
৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প
৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার
৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা
৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ
৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি
৪০) শুদ্ধ বানান – পিপীলিকা
৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে
৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ – প্রত্যয়জনিত কারনে।

বাংলাদেশ ব্যাংক এডি ২০১০, ২০০৯, ২০০৮

১) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত

২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল

৩) উত্তম পুরুষের উদাঃ – আমি

৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী

৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান

৬) আকাশ শব্দের সমার্থক নয় – হিমাংশু

৭) দেশী শব্দ – চাল, চুলা

৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ

৯) কোনটির লিঙ্গান্তর হয় না – কবিরাজ

১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ

১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার

১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

১৪) দশে মিলে করি কাজ এখানে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি

১৫) স্বরসংগতির উদাহরন – দেশী> দিশী

১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় – অধিকরণে ৭মী বিভক্তি

১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ

১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ

১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর

২০) কবর কবিতাটি কোন কাব্যের – রাখালী

২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ – আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর

২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি

২৩) হাজার বছর ধরে রচনা করেন – জহির রায়হান

২৪) এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে।

এর পরের লাইন — এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ

২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন — জহির রায়হানের একুশের গল্পের

উক্তি

২৬) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে

২৭) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু ক্ষুধা

২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়

২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন – ২১ বছরে

৩০) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা

৩১) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট – জহির রায়হানের রচনা

৩২) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন

৩৩) সনেট এর পংক্তি – ১৪ টি

৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত

৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা – মানিক বন্দোপাধ্যায়

৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় – নৌকাডুবি

৩৭) রাজবন্দীর জবানবন্দী কার – কাজী নজরুল ইসলাম

৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন – কূলে একা বসে আছি, নাহি ভরসা

৩৯) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত

৪০) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী

#বাংলাদেশ_ব্যাংক_এডি ২০০৬, ২০০৪

১) কষ্টে অতিক্রম করা যায় যা – দুরাতিক্রম্য

২) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি ফুল

৩) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে

৪) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে – অনশ্চিয়তা

৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি – সাধারণ অতীত কালের

৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা – আঃ গাফফার চৌধুরী

৭) সংশয় এর বিপরীত – প্রত্যয়

৮) আরোহন এর বিপরীত – অবরোহণ

৯) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য

১০) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট

১১) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী

১২) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান

১৩) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ

১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য – সত্যবাদীকে সকলে বিশ্বাস করে

১৫) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাক নিদ্রা- অগভীর

নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু

১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম

১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের – অগ্নিবীণা

১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা – জীবনন্দ দাশ

১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র

২০) হরতাল – গুজরাটি শব্দ

২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি – সৈয়দ মঈনুল হোসেন

২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা – জসীম উদদীন

২৩) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের বালি

২৪) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন

২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত

২৬) শকট শব্দের অর্থ – মাছ

২৭) শেষ লেখা কি জাতীয় রচনা – কাব্য

২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই – অবিসংবাদী

২৯) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা

৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় – ঢাকা থেকে

৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় – ১৮৬১ সালে

৩২) পদ্মাবতী কার রচনা – আলাওল

৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম – রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে

৩৫) বাংলা উপসর্গ – অনা

৩৬) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ

৩৭) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া

৩৮) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী

৩৯) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন

৪০) হাত চালাও মানে – তাড়াতাড়ি করা

৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয় – আনন্দময়ীর আগমনে

৪২) বঙ্কিম এর বিপরীত –ঋজু

সোনালী ব্যাংক অফিসার সিনিয়র অফিসার ২০১৪, ২০১৩

১) অপোগন্ড শব্দের অর্থ – অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ

২) বাবা – তুর্কি শব্দ

৩) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া

৪) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী

৫) সওগাত শব্দের অর্থ – উপহার

৬) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত

৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, – শব্দপ্রত্যয়

৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন – মধুসূদন দত্ত

৯) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের

১০) সিডর – সিংহলি ভাষার শব্দ

১১) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়, রোগাও নয়

১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত – নির্ভরশীলতা

১৩) Barren শব্দরে অর্থ – ঊষর

১৪) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব

১৫) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল

১৬) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ আহমেদ এর

১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ – ক্ষুধ+ নিবৃত্তি

১৮) বায়স শব্দের অর্থ – কাক

১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা – লাঙ্গল

২০) কবর নাকটটি – মুনীর চৌধুরীর

২১) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে

২৩) রাবণের চিতা বাগধারার অর্থ – চির অশান্তি

২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের – মুসলিম সাহিত্য সমাজ

২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা – প্রবন্ধ

২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ – বিশেষ

২৭) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর

২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি

২৯) নজরুল কারাবরণ করেন – আনন্দময়ীর আগমনে কবিদার জন্য

৩০) বেগম রোকেয়ার রচনা – মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী

৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর

৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে – করনে ৭মী

৩৪) জানালা শব্দটি – ফারসি শব্দ

৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী – দিক দর্শন

৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয় প্রাকৃত থেকে

৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা – মীর মশাররফ হোসেন

৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর – সত্যেন্দ্রনাথ দত্ত

৩৯) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ – বিপদে পড়ে কাজ করা।

সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র অফিসার ২০১০

১) শুদ্ধ বানান – মুহুর্মুহু

২) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে – ভাই

৩) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ – দীর্ঘ আলোচনা

৪) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ – প্রবল সৌভাগ্য

৫) বহুব্রীহি সমাস – দশানন

৬) পানির সমার্থক শব্দ – উদক

৭) কোথাও উন্নত কোথাও অবনত এককথায় – বন্ধুর

৮) যা লাফিয়ে চলে – প্লবক

৯) বিপদে মোরে রক্ষাকর এ নহে মোর প্রার্থনা – সরল বাক্য

১০) তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি – সরল বাক্য

১১) মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে – ৫টি

১২) মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য – বীরাঙ্গনা

১৩) রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ করেন – তাসের দেশ

১৪) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ – নীলদর্পন

১৫) চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন – মুনি দত্ত

১৬) জহির রায়হানের রচনা – আরেক ফাল্গুন

১৭) নজরুল রচিত নাটক – ঝিলিমিলি

১৮) মুনির চৌধুরী রচিত কবর একটি – নাটক

১৯) পঞ্চতন্ত্র রচনা করেন – সৈয়দ মুজতবা আলী

২০) শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন – বড়ু চন্ডীদাস

২১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার

২২) ঐহিক এর বিপরীত শব্দ – পারত্রিক

২৩) নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ – ক্ষুদ্রার্থে

২৪) দ্বিগু সমাস – চৌরাস্তা

২৫) যার চক্ষুলজ্জা নাই – চশমখোর

২৬) যা অবশ্যই ঘটবে – অবশ্যম্ভাবী

২৭) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন

২৮) শুদ্ধ বানান – অগ্নিবীণা

২৯) ধর্মের ষাঁড় বাগধারার অর্থ – স্বার্থপর

৩০) একচোখা – পক্ষপাত দুষ্টু

৩১) বাংলায় স্বরবর্ণ -১১ টি

৩২) বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা – নজরুল ইসলাম

৩৩) বিষাদসিন্ধু যাঁর রচনা – মীর মশাররফ হোসেন

৩৪) চর্যাপদের কবির সংখ্যা – ২৩ জন

৩৫)সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি – ঈশ্বরচন্দ্র গুপ্ত

৩৬) চর্যাপদ আবিষ্কার করেন – হরপ্রসাদ শাস্ত্রী

৩৭) মধ্যযুগের কাব্যের একটি ধারা – মঙ্গল কাব্য

৩৮) মাত্রাহীন বর্ণ – ১০টি

৩৯) রোহিণী চরিত্রটি – কৃষ্ণকান্তের উইল উপন্যাসের

৪০) আমার সোনার বাংলা কবিতার প্রথম – ১০ লাইন জাতীয় সঙ্গীত

৪১) ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব – হীরক জয়ন্তী

৪২) ভুল সন্ধি বিচ্ছেদ – দু+ লোক= দ্যুলোক

৪৩) বাবা শব্দটি – তুর্কি

৪৪) হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে। এখানে – দিয়ে হলো – অনুসর্গ

৪৫) বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটির চিনিপাতা – করণ কারক

৪৬) সংবাদপত্র – মধ্যপদলোপী কর্মধারয় সমাস

৪৭) ভানুমতির খেল মানে – ভেলকিবাজি

৪৮) সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে – বচনের ভুল

৪৯) বাংলা গদ্যরীতির জনক – বিদ্যাসাগর

৫০) ছায়া হরিন যাঁর রচনা – আহসান হাবীব

৫১) সুসময়ের বন্ধু – বসন্তের কোকিল

৫২) সমুদ্র শব্দের সমার্থক নয় – অদ্রি

৫৩) অশুদ্ধ বানান – ভূল

৫৪) খদ্দর -গুজরাটি শব্দ

৫৫) সঠিক ণ এর ব্যবহার হয়েছে – তৃষ্ণা শব্দে

৫৬) জাতি+ অভিমান – জাত্যভিমান

৫৭) কোনটি প্রবন্ধ – কালান্তর

৫৮) ক্ষুদ্র অর্থে উপ ক্যবহৃত হয়েছে – উপসাগর শব্দে

৫৯) কন্যার সমার্থক শব্দ নয় – সহোদরা

৬০) বাহুল্যদোষে দুষ্টু শব্দটি – অধীনস্থ

৬১) অসমাপ্ত আত্নজীবনীর লেখক – শেখ মুজিবুর রহমান

# সরকারি_ব্যাংকের_বিগত বছরের ৫০০টি প্রশ্ন উত্তরসহ

১) ভাষার মূল উপাদান – ধ্বনি

২) আভরণ শব্দের অর্থ – অলংকার

৩) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এখানে কিংবা – বিয়োজক অব্যয়

৪) ঢাকের কাঠি বাগধারার অর্থ – তোষামুদে

৫) বাবুর্চি – তুর্কি শব্দ

৬) শুদ্ধ বানান – মূর্ধন্য

৭) চীনা শব্দ – চা, চিনি

৮) ভাষায় সর্বনাম ব্যবহারের উদ্দেশ্য – বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা

৯) সন্ধির প্রধান সুবিধা – উচ্চারণে

১০) কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম অর্থ – কৃতকর্ম

১১) তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না – প্রশ্নবোধক অর্থে

১২) পাবক শব্দের সমার্থ – অগ্নি

১৩) মৃন্ময়ী যে উপন্যাসের নায়িকা – সমাপ্তি

১৪) তুমি যাও – অনুজ্ঞা

১৫) সঠিক যে টি – পথের দাবী ( উপন্যাস)

১৬) আত্নঘাতি বাঙালী – নীরদচন্দ্র চৌধুরীর গ্রন্থ

১৭) চতুরঙ্গ পত্রিকার সম্পাদক – হুমায়ুন কবির

১৮) রবীন্দ্রনাথের রচনা – চতুরঙ্গ

১৯) আবোল তাবোল কার – সুকুমার রায়

২০) ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন – উইলিয়াম কেরি

২১) প্রত্যয়গতভাবে শুদ্ধ – উৎকর্ষতা

২২) অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য – অন্তমিল থাকেনা

২৩) চাঁদ – তদ্ভব শব্দ

২৪) পুণ্যে মতি হোক এখানে পুণ্যে – বিশেষ্য

২৫) তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি – যৌগিক বাক্য

২৬) আনারস, চাবি – পর্তুগিজ শব্দ

২৭) শুদ্ধ বানান – নির্নিমেষ

২৮) বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৯) সংশয় এর বিপরীত শব্দ – প্রত্যয়

৩০) ইহলোকে যা সামান্য নয় – আলোক সামান্য

৩১) শশী ও কুমুদ চরিত্র দুটি – পুতুল নাচের ইতিকথার

৩২) ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় – সাধু ভাষায়

৩৩) রাত্রির সমার্থক নয় – বারিদ

৩৪) ব্রজবুলি হলো – মৈথিলি ভাষার একটি উপভাষা

৩৫) অভিধানে আগে বসবে – চাঁটি শব্দি

৩৬) গাহি সাম্যের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান – নজরুলের সাম্যবাদী কবিতার লাইন

৩৭) অভিনিবেশ শব্দের অর্থ – মনোযোগ

৩৮) সঠিক বাক্য – আমার কথাই প্রমাণিত হলো

৩৯) সন্ধ্যায় সূর্য অস্ত যায় – নিত্যবৃত্ত অতীত

৪০) সাধুরীতির বৈশিষ্ট্য – সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

 বাংলাদেশ ব্যাংক এডি ২০১৩, ২০১৪

১) ঢাক ঢাক গুড় গুড় বাগধারার অর্থ – গোপন রাখার প্রয়াস

২) কোনটি পরিচ্ছদ – শিমুল

৩) যৌগিক বিশোষণের উদাঃ – পন্ডিত জনোচিত উক্তি

৪) প্রত্যয়ান্ত শব্দ – পিপাসা

৫) কোন ত্রয়ীবানান শুদ্ধ – মুমূর্ষু, সংঘর্ষ, বিমর্ষ

৬) কোনটি অঙ্গ ভূষণ – মেখলা

৭) Transliteration এর পরিভাষা – প্রতিবর্ণীকরন

৮) শেক্সপীয়রের টেমিং অব দি শ্রু বাংলা অনুবাদ করেন – মুনীর চৌধুরী

৯) পদাবলীর রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর

১০) এক জাতীয় নয় – তনয়

১১) শামসুর রাহমানের গদ্য গন্থ – স্মৃতির শহর

১২) তুলনাজ্ঞাপক শব্দ – প্রমিত

১৩) লোকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!! এখানে কী – বিরক্তি বোঝায়

১৪) বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা – কবিতা

১৫) সমার্থক নয় – মরৎ

১৬) The window panes steamed up এর বাংলা – জানালার কাচ ঝাপসা হয়ে গেল

১৭) হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য – পুবের হাওয়া

১৮) সমাস গঠিত শব্দ – নরপুঙ্গর ( দ্বন্দ্ব সমাস)

১৯) যৌবন এর বিপরীত শব্দ – জরা

২০) ছেমড়া শব্দটি – সংস্কৃত

২১) দহন কাল উপন্যাস এর জন্য বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০১২ পদক পান – হরিশংকর

জলদাস

২২) জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন – কপোট্রনিক সুখ দুঃখ ( ১৯৭৬)

২৩) চাচা কাহিনীর লেখক – সৈয়দ মুজতবা আলী

২৪) সোনালী কাবিন কাব্যের রচয়িতা – আল মাহমুদ

২৫) তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা পংক্তিটির রচনা করেন – শামসুর রাহমান

২৬) শুব্দ বানান – মুমূর্ষু

২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা

২৮) দশানন কোন সমাস – বহুব্রীহি

২৯) Executive – এর পরিভাষা – নির্বাহী

৩০) পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা

৩১) মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় – মেধা + বিণ

৩২) গোঁফ খেজুরে অর্থ – নিতান্ত অলস

৩৩) অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে কারক বিভক্তি – সম্প্রদানে ৭মী

৩৪) পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় – বারি

৩৫) কচ্ছপের কামড় বাগধারার অর্থ – নাছোড় বান্দা

৩৬) লাঠা লাঠি – বহুব্রীহি সমাস

৩৭) ভুল প্রতিশব্দ – ইচ্ছা- পরশ্রীকাতরতা

৩৮) ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন – রুপকথা

৩৯) সৌম্য এর বিপরীত – উগ্র

৪০) জীবন্মৃত এর ব্যাসবাক্য – জীবিত থেকেও যে মৃত

 বাংলাদেশ ব্যাংক এডি ২০১১, ২০১২

১) আপদ এর বিপরীত শব্দ – সম্পদ

২) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যৎ

৩) শান্ত এর বিপরীত শব্দ – অনন্ত

৪) কৃতঘ্ন এর বিপরীত শব্দ – কৃতজ্ঞ

৫) অশুদ্ধ বাক্য – সর্বদা পরিস্কৃত থাকিবে

৬) শুদ্ধ বাক্য – তুমি কি ঢাকা যাবে??

৭) শুদ্ধ বাক্য – রহিমা পাগল হয়ে গেছে

৮) শুদ্ধ বাক্য – বুনো ওল, বাঘা তেতুল

৯) বায়ু শব্দের সমার্থক শব্দ – বাত

১০) চাঁদ এর সমার্থক শব্দ – নিশাপতি

১১) সমুদ্র শব্দের সমার্থক – পাথার

১২) রাজা শব্দের সমার্থক – নরেন্দ্র

১৩) জল শব্দের সমার্থক শব্দ – অম্বু

১৪) কৌমুদির প্রতিশব্দ নয় – নলিনী

১৫) অরুন এর প্রতিশব্দ নয় – বিজলী

১৬) নিকেতন এর প্রতিশব্দ নয় – তোয়

১৭) রামা এর প্রতিশব্দ নয় – সুত

১৮) শিক্ষককে শ্রদ্ধা কর। এখানে শিক্ষককে – সম্প্রদান ৭ মী বিভক্তি

১৯) পৌরসভা কোন সমাস – ৬ষ্ঠী তৎপুরুষ সমাস

২০) অর্ক এর প্রতিশব্দ নয় – অনিল

২১) কোনটি সঠিক – আপাদমস্তক

২২) দশানন কোন সমাস – বহুব্রীহি সমাস

২৩) ভূত এর বিপরীত শব্দ – ভবিষ্যত

২৪) রক্ত করবী – নাটক

২৫) বসুমতী শব্দের সমার্থক – ধরিত্রী

২৬) পরার্থ শব্দের অর্থ – পরোপকার

২৭) যে নারী প্রিয় কথা বলে – প্রিয়ংবদা

২৮) সাত সাগরের মাঝি কাব্য – ফররুখ আহমেদ এর

২৯) বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি

৩০) রবীন্দ্রনাথের রচনা নয় – বিষের বাঁশী

৩১) গুরুজনে ভক্তিকর এখানে গুরুজনে – কর্মকারক

৩২) বনফুল যার ছদ্মনাম – বলাইচাঁদ মুখোপাধ্যায়

৩৩) surgeon এর পরিভাষা – শল্য চিকিৎসক

৩৪) হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন কার কবিতার লাইন – মাইকেল মধুসূদন দত্ত

৩৫) ব্যথার দান – কাজী নজরুল রচিত গল্প

৩৬) সংশপ্তক কার – শহীদুল্লাহ কায়সার

৩৭) পর্যালোচনার সন্ধি বিচ্ছেদ – পরি + আলোচনা

৩৮) অম্বর শব্দের অর্থ – আকাশ

৩৯) নিরানব্বইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি

৪০) শুদ্ধ বানান – পিপীলিকা

৪১) প্রবচন – পুরোনো চাল ভাতে বাড়ে

৪২) দারিদ্রতা শব্দটি অশুদ্ধ – প্রত্যয়জনিত কারনে।

#বাংলাদেশ_ব্যাংক_এডি ২০১০, ২০০৯, ২০০৮

১) কোন বানানটি সঠিক – ভদ্রোচিত

২) উনপাঁজুরে শব্দরে অর্থ – দুর্বল

৩) উত্তম পুরুষের উদাঃ – আমি

৪) দিনের আলো ও সন্ধ্যার আঁধারে মিলন – গোধূলী

৫) যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান

৬) আকাশ শব্দের সমার্থক নয় – হিমাংশু

৭) দেশী শব্দ – চাল, চুলা

৮) সন্ধি শব্দের বিপরীত শব্দ – বিয়োগ

৯) কোনটির লিঙ্গান্তর হয় না – কবিরাজ

১০) সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এর শুব্দ রুপ – সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন

১১) বাঁধ্ + অন = বাঁধন কোন শব্দ – কৃদন্ত শব্দ

১২) ধাতু কয় প্রকার – ৩ প্রকার

১৩) রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য এর শুব্দ রুপ – রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য

১৪) দশে মিলে করি কাজ এখানে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি

১৫) স্বরসংগতির উদাহরন – দেশী> দিশী

১৬) পাতায় পাতায় পড়ে নিশির শিশির এখানে পাতায় পাতায় – অধিকরণে ৭মী বিভক্তি

১৭) যে বহু বিষয় জানে – বহুজ্ঞ

১৮) যৌগিক স্বরধ্বনি – ঐ

১৯) সূর্য এর প্রতিশব্দ নয় – হিমকর

২০) কবর কবিতাটি কোন কাব্যের – রাখালী

২১) আহসান হাবীব এর কাব্যগ্রন্থ – আশার বসতি, ছায়াহরিণ, সারাদুপুর

২২) যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম। – রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পের উক্তি

২৩) হাজার বছর ধরে রচনা করেন – জহির রায়হান

২৪) এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছে দুই নয়নের জলে।

এর পরের লাইন — এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মত মুখ

২৫) তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন — জহির রায়হানের একুশের গল্পের

উক্তি

২৬) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে

২৭) রবীন্দ্রনাথের রচনা নয় – মৃত্যু ক্ষুধা

২৮) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবি – বন্দোপাধ্যায়

২৯) সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরন করেন – ২১ বছরে

৩০) রবীন্দ্রনাথের জন্ম – ২৫ বৈশাখ,১২৬৮ বাংলা

৩১) জীবন থেকে নেয়া, স্টপ জেনোসাইড, লেট দেয়ার বি লাইট – জহির রায়হানের রচনা

৩২) মহাশশান মহাকাব্য – কায়কোবাদ রচনা করেন

৩৩) সনেট এর পংক্তি – ১৪ টি

৩৪) বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক – মাইকেল মধুসূদন দত্ত

৩৫) পদ্মা নদীর মাঝি যার লেখা – মানিক বন্দোপাধ্যায়

৩৬) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ নয় – নৌকাডুবি

৩৭) রাজবন্দীর জবানবন্দী কার – কাজী নজরুল ইসলাম

৩৮) গগনে গরজে মেঘ, ঘন বরষা পরের লাইন – কূলে একা বসে আছি, নাহি ভরসা

৩৯) যা অধ্যয়ন করা হয়েছে – অধীত

৪০) যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী

 বাংলাদেশ ব্যাংক এডি ২০০৬, ২০০৪

১) কষ্টে অতিক্রম করা যায় যা – দুরাতিক্রম্য

২) The rose is a fragrant flower এর বাংলা – গোলাপ সুগন্ধি ফুল

৩) পত্রের গর্ভাংশ বলে – মূল বিষয়কে

৪) কে জানে দেশে সুদিন আসবে কিনা। বাক্যটি প্রকার করে – অনশ্চিয়তা

৫) প্রদীপ নিভে গেল। বাক্যটি – সাধারণ অতীত কালের

৬) আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা – আঃ গাফফার চৌধুরী

৭) সংশয় এর বিপরীত – প্রত্যয়

৮) আরোহন এর বিপরীত – অবরোহণ

৯) সূর্য এর প্রতিশব্দ – আদিত্য

১০) জসীমউদদীন রচিত গ্রন্থ – সোজন বাদিয়ার ঘাট

১১) শুদ্ধ বাক্য – আজ কাল বানানের ব্যাপারে সব ছাত্রই অমনোযোগী

১২) শুদ্ধ বানান – আলস্য, ঘূর্ণায়মান

১৩) প্রতিশব্দ নয় – আগুন – কর, আনন্দ- দিপ্তী, বন- সরোজ

১৪) যে সত্য কথা বলে, তাকে সকলে বিশ্বাস করে এর সরল বাক্য – সত্যবাদীকে সকলে বিশ্বাস করে

১৫) সঠিক অর্থ সমূহ – হাতের পাঁচ- শেষ সম্বল, চাঁদের হাট- প্রিয়জন সমাগম, কাক নিদ্রা- অগভীর

নিদ্রা, শিরে সংক্রান্তি – আসন্ন বিপদ, একচোখা – পক্ষপাত দুষ্টু

১৬) দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা – কাজী নজরুল ইসলাম

১৭) বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের – অগ্নিবীণা

১৮) আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে কোন কবির কথা – জীবনন্দ দাশ

১৯) মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি – ভারত চন্দ্র

২০) হরতাল – গুজরাটি শব্দ

২১) জাতীয় স্মৃতি সৌধের স্থপতি – সৈয়দ মঈনুল হোসেন

২২) সোজন বাদিয়ার ঘাট এর রচয়িতা – জসীম উদদীন

২৩) শরৎচন্দ্রের রচনা নয় – চোখের বালি

২৪) শুদ্ধ বানান – স্বায়ত্তশাসন

২৫) অপপ্রয়োগের দৃষ্টান্ত – একত্রিত

২৬) শকট শব্দের অর্থ – মাছ

২৭) শেষ লেখা কি জাতীয় রচনা – কাব্য

২৮) যে বিষয়ে কোন বিবাদ নেই – অবিসংবাদী

২৯) কাজলা দিদি কি – যতীন্দ্রমোহন বাগচী রচিত কবিতা

৩০) নীল দর্পন নাটক প্রকাশিত হয় – ঢাকা থেকে

৩১) মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় – ১৮৬১ সালে

৩২) পদ্মাবতী কার রচনা – আলাওল

৩৩) ভানুসিংহ যার ছদ্মনাম – রবীন্দ্রনাথ ঠাকুর

৩৪) রবীন্দ্রনাথ নোবেল পান – ১৯১৩ সালে

৩৫) বাংলা উপসর্গ – অনা

৩৬) চন্ডীদাস যে যুগের কবি – মধ্যযুগ

৩৭) কলা দেখানো অর্থ – ফাঁকি দেয়া

৩৮) বেগম রোকেয়ার রচনা নয় – পদ্মনী

৩৯) প্রথম বাংলা পত্রিকা – দিকদর্শন

৪০) হাত চালাও মানে – তাড়াতাড়ি করা

৪১) কোন রচনার জন্য নজরুলের জেল হয় – আনন্দময়ীর আগমনে

৪২) বঙ্কিম এর বিপরীত –ঋজু

#সোনালী_ব্যাংক_অফিসার, সিনিয়র অফিসার ২০১৪, ২০১৩

১) অপোগন্ড শব্দের অর্থ – অপ্রাপ্তবয়স্ক, অপদার্থ

২) বাবা – তুর্কি শব্দ

৩) বাজারে কাটা অর্থ – বিক্রি হওয়া

৪) বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী

৫) সওগাত শব্দের অর্থ – উপহার

৬) ব্যাঘাত এর বিশেষণ – ব্যাহত

৭) ফুলদানি শব্দের দানি- র ভাষিক পরিচয়, – শব্দপ্রত্যয়

৮) বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন – মধুসূদন দত্ত

৯) বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের

১০) সিডর – সিংহলি ভাষার শব্দ

১১) দোহারা শব্দের অর্থ – মোটাও নয়, রোগাও নয়

১২) অপপ্রয়োগের দৃষ্টান্ত – নির্ভরশীলতা

১৩) Barren শব্দরে অর্থ – ঊষর

১৪) অশুদ্ধ বানান – মরুদ্যান, আয়ত্ব

১৫) জঙ্গম শব্দের অর্থ – গতিশীল

১৬) পাঞ্জেরী কবিতাটি – ফররুখ আহমেদ এর

১৭) ক্ষুণ্নিবৃত্তি এর সন্ধিবিচ্ছেদ – ক্ষুধ+ নিবৃত্তি

১৮) বায়স শব্দের অর্থ – কাক

১৯) নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা – লাঙ্গল

২০) কবর নাকটটি – মুনীর চৌধুরীর

২১) বাংলা উপন্যাসের জনক – বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

২২) সন্ধি ব্যাকরণের আলোচিত হয় – ধ্বনিতত্ত্বে

২৩) রাবণের চিতা বাগধারার অর্থ – চির অশান্তি

২৪) শিখা পত্রিকা কোন সংগঠনের – মুসলিম সাহিত্য সমাজ

২৫) কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা – প্রবন্ধ

২৬) বিজ্ঞান শব্দের বি উপসর্গের অর্থ – বিশেষ

২৭) আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা – ঈশ্বরী পাটনীর

২৮) দশে মিলে করি কাজ বাক্যে দশে – কর্তৃকারকে ৭মী বিভক্তি

২৯) নজরুল কারাবরণ করেন – আনন্দময়ীর আগমনে কবিদার জন্য

৩০) বেগম রোকেয়ার রচনা – মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী

৩১) স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৩২) বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর

৩৩) এ সাবানে কাপড় কাচা চলবে না এখানে সাবানে – করনে ৭মী

৩৪) জানালা শব্দটি – ফারসি শব্দ

৩৫) বাংলা ভাষার প্রথম সাময়িকী – দিক দর্শন

৩৬) ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি – গৌড়ীয় প্রাকৃত থেকে

৩৭) বসন্তকুমারী নাটকের রচয়িতা – মীর মশাররফ হোসেন

৩৮) বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর – সত্যেন্দ্রনাথ দত্ত

৩৯) পড়েছি মোগলের সাথে খানা খেতে হবে এক সাথে। এর অর্থ – বিপদে পড়ে কাজ করা।

সোনালী ব্যাংক অফিসার, সিনিয়র অফিসার ২০১০

১) শুদ্ধ বানান – মুহুর্মুহু

২) যে পুরুষ বাচক শব্দের দুটি স্ত্রী বাচক শব্দ আছে – ভাই

৩) টীকা ভাষ্য বাগধারাটির অর্থ – দীর্ঘ আলোচনা

৪) পাথরে পাঁচ কিল বাগধারার অর্থ – প্রবল সৌভাগ



১। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় -১৭৫২মার্কিন ডলার

২। বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার -৭.৬৫%

৩। বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপণ হয়? ১১ মে, ২০১৮

৪। বাংলাদেশকে কবে উন্নয়ন শীল দেশের ক্যাটাগরির শর্ত পূরণ করে ?১৬ মার্চ ,২০১৮।

৫। ডাক বিভাগের অার্থিক লেনদেনের জন্য চালু টাকার নাম কী ?=ডাকটাকা।

৬।দেশের ১ম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় ?=কক্সবাজারে

৭.চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে

=১৯ফেব্রুয়ারি (২০১৮)

৮.শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?=লেবুখালী, পটুয়াখালী

৯।পাকিস্তানের পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রথম হিন্দু দলিত নারী সিনেটর

=কৃষ্ণা কুমারি কোহলি

১০। পাটের তৈরি পলি ব্যাগ / সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কারক কে?

= ডঃ মুবারক আহমদ খান।।।

১১।স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন=১৪ মার্চ, ২০১৮

১২। দেশের ১২ তম বা সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি ?= ময়মনসিংহ

১৩। বাংলা সন কত?= ১৪২৫

১৪। দেশের বর্তমান মুদ্রাস্ফীতির হার কত ? = ৫.৬৮%

১৫। মুন্সি গন্জে ২ মার্চ উন্মোচন করা ''পতাকা ৭১''ভাস্কর্যটির ভাস্কর কে?

= রুপম রায়।

১৬।দেশের প্রথম নারী প্রোগ্রামার কে ?= শাহেদা মুস্তাফিজ

১৭।জাতীয় ভোটার দিবস কবে ?=১ মার্চ

১৮।মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?=Abdulla Yamin.

১৯।পূর্ব গৌতা ও ডুমা শহরটি অবস্থিত কোথায় ?= সিরিয়া

২০। সুখী দেশের তালিকায় বাংলাদেশের বর্তমানঅবস্থান কততম ?=১১৫ তম

২১। কমনওয়েলথ এর বর্তমান সদস্য কত?= ৫৩ ( নতুন গাম্বিয়া )

২২।সম্প্রতি মঙ্গল গ্রহে পৌঁছানো ''মঙ্গলযান''প্রেরনকারী দেশের নাম কী ? =ভারত

২৩।বিশ্ব অটিজম দিবস কবে ?=২রা এপ্রিল

২৪।স্বাধীনতা পদক কত জনকে দেওয়া হয়?= ১৮

২৫।বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?=ওষুধ

২৭. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?= মাহথির মোহাম্মদ ।

২৭.মুক্তিবেটী কাঁকন বিবি কোন সম্প্রদায়ের ছিলেন?=খাঁসিয়া।

২৮. "বঙ্গবন্ধু স্যাটেলাইট-১" বহনকারী রকেটের নাম কী? = ফ্যালকন-৯

২৯. মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ এর আগে কত বছর ক্ষমতায় ছিলেন?= ২২ বছর

৩০. ২০১৮ সালে মালয়েশিয়ায় কত তম সাধারণ নির্বাচন হয়েছে?= ১৪তম



সোনালী ব্যাংক সিনিয়র অফিসার পদের পরীক্ষার প্রস্তুতি

# সাম্প্রতিক_তথ্য

সাম্প্রতিক বিবিএস সমীক্ষা অনুসারে বাংলাদেশের আর্থ - সামাজিক সূচকগুলোর অবস্থান:

১। বাংলাদেশ পরমাণু ক্লাবে যুক্ত হয় - ৩২তম দেশ হিসেবে।

২। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ৪র্থ অধরা সংস্কৃতি - শীতল পাটি বুনন(২০১৭)

৩। ওআইসি'র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন - ঢাকা, বাংলাদেশ(২০১৮)

৪। জি-৭ এর ৪৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - কুইবেক, কানাডা(৮-৯জুন,২০১৮)

৫। দশম ব্রিকস(BRICS) সম্মেলন হবে - জোহানেসবার্গ, দঃ আফ্রিকা(২০১৮)

৬। আসিয়ান(ASEAN) এর ৩২ তম সম্মেলন হয় - সিঙ্গাপুর(২০১৮)

৭। জি-২০ এর ১৩তম সম্মেলন হবে - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা(৩০ন

ভে.- ০১ডিসে)

৮। জাপানের বর্তমান এবং ১২৫ তম সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন - ৩০ এপ্রিল, ২০১৯

৯। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষদেশ - ইথিওপিয়া(২য়- বাংলাদেশ)

১০। WIPO'র বর্তমান সদস্য দেশ - ১৯১ টি।

১১। WIPO'র ১৯১ তম সদস্য দেশ - পূর্ব তিমুর।

১২। পরবর্তী ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে - ইংল্যান্ড(২০১৯)

১৩। সপ্তম T-20 বিশ্বকাপ ক্রিকেট হবে - অস্ট্রেলিয়া(২০২০)।

১৪। আন্তর্জাতিক এইডস এর ২২তম সম্মেলন হবে - আমস্টারডাম, নেদারল্যান্ডস।

১৫। কমনওয়েলথ গেমস এর ২১তম আসর হবে - গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া।

১৬। পরবর্তী ২০২২ বিশ্বকাপ ফুটবল হবে - কাতার।

১৭। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের 'মাসকট' - জাবিভাকা।

১৮। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম হচ্ছে - হংকং-জুহাই-ম্যাকাও ব্রিজ(দৈর্ঘ্য ৫৫কি.মি)

১৯। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে - ভারত(২০২১)।

২০। বর্তমানে রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান - নবম(১ম দেশ - ভারত)

২১। এবারের ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - ব্রাসেলস, বেলজিয়াম।

২২। ষুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয় - ০৬ডিসেম্বর,২০১৭

২৩। ভারতের কংগ্রেস দলের বর্তমান সভাপতি - রাহুল গান্ধী।

২৪। ২০১৮ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে - এথেন্স, গ্রীস।
২৫। হু(WHO) কর্তৃক সর্বশেষ পোলিওমুক্ত দেশ - গ্যাবন।



Update General Knowledge (GK)

১. ২ ফেব্রুয়ারি নতুন ২২ তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. ওয়াহ্হাব মিঞার পদত্যাগ।

২. দেশে আসা এ পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১০ লাখ ২০ হাজার ৮০০ জন। বায়োম্যাট্রিক পদ্ধতিতে এ নিবন্ধনের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও আনসার। গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে এ কাজ চলছে।

৩. ফলভাবে দূরপাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের। ক্ষেপণাস্ত্রটি ৫৫০০ থেকে ৫৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।

৪. বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭১ শতাংশ। এর মধ্যে নারী সাক্ষরতার হার ৬৮.৯ এবং পুরুষ সাক্ষরতার হার ৭৩ শতাংশ। জেলাওয়ারি ঢাকার সাক্ষরতার হার সবচেয়ে বেশি।

৫. হাইতির নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন।

৬. পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসল ১৫০ মিটার দীর্ঘ দ্বিতীয় স্প্যান। সেতুতে এ রকম স্প্যান বসবে ৪১টি।

৭. রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে কাওরান বাজার পর্যন্ত সড়কটির নতুন নাম হলো ‘মেয়র আনিসুল হক সড়ক’।

৮. অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে মারিন সিলিচকে হারিয়ে রজার ফেদেরারের ২০তম গ্র্যান্ড স্লাম জয়।

৯. ৩১ জানুয়ারি প্রায় ১৫২ বছর পর পৃথিবীর মানুষ দেখল ‘সুপার ব্লু ব্লাড মুন’ বা বিশাল নীল রক্তাভ চাঁদ। সর্বশেষ এটি দেখা গিয়েছিল ১৮৬৬ সালের ৩১ মার্চ।

১০. ব্রিটিশ মন্ত্রিসভার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নারী মন্ত্রী হলেন নুস ঘানি।

১১. ৩ ফেব্রুয়ারি দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁকে শপথ পড়ান।

১২. অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। এটি ভারতের অনূর্ধ্ব-১৯-এর চতুর্থ শিরোপা জয়।

১৩. মুক্তিযোদ্ধাদের বয়সসীমা কমল ছয় মাস, এখন থেকে গেজেটভুক্ত সাড়ে ১২ বছর বয়সীরাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন।

১৪. দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার উদ্ধবোধন করা হয় – ৪ জানুয়ারি ২০১৮। এই উড়াল সড়কের দৈর্ঘ্য – ৬৯০ মিটার।

১৫. বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন – ৮ জানুয়ারি ২০১৮, সোমবার।

১৬. বাংলাদেশে সরকারি চাকুরিতে নিয়োগে কোটা রয়েছে – ২৫৭ ধরনের।

১৭. ২০১৮ সালের product of the year ঘোষণা – ওষুধ।

১৮. বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার – চরফ্যাশন, ভোলা।

১৯. ইসরায়েল UNESCO ‘র সদস্য পদ ছাড়বে – ৩১ ডিসেম্বর ২০১৮।

২০. ২০১৮ সালের জন্য জি ৭৭ এর চেয়ারম্যান দেশ – মিসর।

২১. WTO মন্ত্রী পর্যায়ের ১২ তম সম্মেলন অনুষ্ঠিত – ২০১৯ সালে।

২২. জাতিসংঘ কর্তৃক স্বীকৃত বিশ্বে মোট প্রচলিত মুদ্রার সংখ্যা – ১৮০ টি।

২৩. ৮ জানুয়ারি ২০১৮ দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ছিল – ২.৬ ডিগ্রি।

২৪. বর্তমান মন্ত্রিসভার সদস্য সংখ্যা – ৫৩ জন।

২৫. বর্তমানে প্রধান তথ্য কমিশনার – মরতুজা আহমদ।

২৬. সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় – তেঁতুলিয়া, পঞ্চগড়।

২৭. বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ AG 600 তৈরি করে – চীন।

২৮. ২০১৭ সালের ICC’ র বর্ষসেরা ক্রিকেটার – বিরাট কোহেলি।

২৯. মোবাইল ইন্টারেনেটের গতিতে শীর্ষ দেশ – নরওয়ে , বাংলাদেশ ১২১ তম।

৩০. ফিক্সড ব্রডব্যান্ড গতিতে শীর্ষে – সিঙ্গাপুর, বাংলাদেশ ৮৩ তম।

৩১. দীর্ঘ ৪২ বছর পর জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাবে – মার্চ ২০১৮।

৩২. বাংলেদেশকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত করা হবে – ২০২৪ সালে, বাংলাদেশ LDCs ভুক্ত হয় – ১৯৭৫ সালে।

৩৩. দেশের ২৯ তম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় – ভোলার মাঝিরহাটে।

৩৪. দেশের প্রথম আল কোরআন ভাস্কর্য নির্মিত হয় – ব্রাক্ষণবাড়িয়া।

৩৫. চর বিজয় নামে নতুন চরের সন্ধান পাওয়া যায় – পটুয়াখালি।

৩৬. দেশের দীর্ঘতম ভাসমান সেতু নির্মিত হয়েছে – যশোরের মনিরামপুরে।

৩৭. বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট যাত্রা করে – ঢাকা থেকে চট্টগ্রামে, ৪ ফেব্রুয়ারি ১৯৭২।

৩৮. রোহিঙ্গাদের সুরক্ষায় জাতিসংঘের সাধারন পরিষদে প্রস্তাব পাস – ২৪ ডিসেম্বর ২০১৭ সালে। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় – ১২২ টি দেশ। এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় – ১০ টি দেশ। এই প্রস্তাবটি জাতিসংঘে উথাপন করে – OIC।

৩৯. বিশ্বের শীতলতম গ্রাম – ওয়াইমিয়াকোন, রাশিয়ায়।

৪০. সাহারা মরুভূমির প্রবেশদ্বার হিসেবে পরিচিত – আলজেরিয়ার এইন সেফরা এলাকা।

৪১. বিশ্বের প্রথম দেশ হিসেবে আইন করে নারী পুরুষের বেতন সমান করা হয় – আইসল্যান্ডে, ১ জানুয়ারি ২০১৮

৪২. সম্প্রতি নিউজিল্যান্ড সেই দেশের Mount Taranaki পাহাড়কে – ব্যক্তির মর্যাদা দেয়া হয়।

৪৩. বিশ্বের বৃহত্তম ডুবো গুহার সন্ধান পাওয়া গেছে – মেক্সিকোতে।

৪৪. ব্রিটেনের ইতিহাসে মন্ত্রীসভায় প্রথম মুসলিম নারী মন্ত্রি – নূস ঘানি, ৯ জানুয়ারি ২০১৮।

৪৫. বিশ্বের বৃহত্তম সৌরতাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে – অস্ট্রেলিয়ায়।

৪৬. রাশিয়ার ইতিহাসে প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট প্রার্থী হবেন – আয়না গামজাতোভা নামে এক নারী।

৪৭. জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম ভেটো প্রদানকারী দেশ – সোভিয়েত ইউনিয়ন, ১৯৪৬।

৪৮. অসলো চুক্তি হয়েছিল – ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর।

৪৯. আলোচিত হুলিয়ান শহরটি – তাইওয়ান।

৫০. বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড়বাজার – যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান – ৩য়। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রথম ও দ্বিতীয় যথাক্রমে – চীন ও ভিয়েতনাম!!!

৫১. দেশের সর্বশেষ সেনানিবাস - পটুয়াখালী। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ৮ ফেব্রুয়ারি, ২০১৮।

সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার জন্য কম্পিউটার অংশ(বিগত সালের সোনালী ব্যাংক প্রশ্ন)

Sonali Bank Officer (Cash)
2018 (27.04.2018)
1. The process of transferring file from a computer on the Internet to your computer is called
Ans: Downloading
2. Verification of a logging name & password is known
Ans: authentication
3. A special type of memory chip that hold software that can be read but not written to
Ans: Rom
4. The set of instructions that tells the computer what to do
Ans: Software
5. Which of the following will not protect you from spam
Ans: popup blockers
6………… controls the way in which the computer system functions & provides a means by which users can interact with the computer
Ans: Operating system
7. All of the following are example of real security & privacy risk Except
Ans: Spam
8. Which of the following is used for close a tap on the browser
Ans: ctrl+w
9. When cutting & pasting, cutting section is temporary store in
Ans: clipboard
10. Which of the following is a correct format of Email address
Ans: care@website.com
Sonali Bank Officer-2018 (30.03.2018)
1. The process of identifying and correcting mistakes in a computer program is referred to as:
Ans: Debugging
2. Which protocol provides e-mail facilities among different hosts?
Ans: SMTP
3. Which of the following is not an output device?
Ans: Mouse
4. Which computer memory is never erased?
Ans: ROM
5. One nibble equals to:
Ans: 4 bits
Sonali Bank IT Officer 2016
1. In MS Power Point, shortcut for creating a new slide is:
Ans: Ctrl+M
2. Which of the following is an operating system?
Ans: Unix
3. Which of the following is not an output device?
Ans: Mouse
4. Which of the following is not a Data transmission medium?
Ans: Search engine
5. The process of identifying and correcting mistakes in a computer program is referred to as:
Ans: Debugging
6. Which one is not word processing software?
Ans: MS Excel
7. Which computer memory is never erased?
Ans: ROM
8. Which one works as an output and input device?
Ans: Modem
9. 1 byte is equal to-
Ans: 8 bits
10. Which of the following is spreadsheet software?
Ans: MS Excel
11. Which of the following is the save button in computer keyboard?
Ans: F12
12. When you start your computer then which component works first?
Ans: BIOS
13. The computer stores its program and data in its:
Ans: Memory
14. Which software is more useful in preparing a report with statistical and accounting analysis?
Ans: Excel
15. One nibble equals to-
Ans: 4 bits
16. A hard disk is divided into tracks which are further subdivided into:
Ans: Sectors
17. The last of the IP address represents the address of:
Ans: Protocol
18. Common keyboard arrangement is called:
Ans: QWERTY
19. Which is the name of the structure where data move through a network?
Ans: Firefox
Sonali Bank Senior Officer
2014 (22.08.14)
১। কোনটি আউটপুট ডিভাইস?
Ans: মনিটর।
২। কম্পিউটারে সকল ডাটা ও প্রোগ্রাম সংরক্ষণ করে-
Ans: মেমরি।
৩। একটি প্রিন্টারের আউটপুট এর মান পরিমাপ করা হয়-
Ans: Dot per inch(DPI)
৪। ‘INF’ কোন ধরনের ফাইল?
Ans: সিস্টেম ফাইল।
৫।বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে –
Ans: বিডি নিউজ (BD News).
৬। কোনগুলো সেকেন্ডারি স্টোর ডিভাইজ এর উদাহরণ-
Ans: Hard Disk, Floppy Disk, CD, CD-RW DVD-RW, DVD-ROM, DVD-R, Blue Ray DVD, Smart Card, Memory Card, SSD, Pen Drive etc.
৭। কোনগুলো ইনপুট ডিভাইজ?
Ans: Keyboard, Mouse, Scanner, Light Pen, Graphics Tablet, WebCam, Joy-stick, Sensor, OMR, OCR,MICR, Barcode Reader, Punch Card Reader, Magnetic Tape Drive, Digitizer etc.
৮। কোনটি অপটিক্যাল ডিভাইজ–এর উদাহরণ?
Ans: সিডি ড্রাইভ(CD Drive ).
৯ । ATM এর পূর্ণরুপ হচ্ছে-
Ans: Automated Teller Machine.
১০। কোনগুলো সিস্টেম সফটওয়্যার/Operating System -এর উদাহরণ –
Ans: MS DOS, PC DOS, MS Windows, MS Windows NT, Linux, Unix, Mac OS, Sun-Solaries, XENIX, AIX, Symbian, Adroid, Be OS .
১১। সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
Ans: অপ্টিক্যাল ফাইবার।
১২। VSAT বলতে কি বুঝায়?
Ans: Very Small Aperture Terminal.
১৩। Apple প্রযুক্তির সাথে কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন?
Ans: স্টিভ জবস ।
১৪ ।কম্পিউটারের মেমোরি কোনটি?
Ans: রম (ROM)
১৫। কোনগুলো মাদার বোর্ড (Mother board) – এর অংশ
Ans: Memory & Storage, Power Supply, Hard Disk, DVD Drive, Video Card, Sound Card etc.
Sonali Bank Officer & Officer (Cash)-2014 (22.08.14)
১। ব্যাংকিং শিল্পে কোন ধরনের স্ক্যানার ব্যবহার হয় ?
Ans: এমআইসিআর (MICR).
২। SIM –এর পূর্ণরুপ হচ্ছে-
Ans: Subscriber Identity Module
৩। ইন্টারনেটের ব্যবহার শুরু হয় কোন সালে ?
Ans: ১৯৬৯
৪। কম্পিউটার বিশ্বে কিংবদন্তি কে ?
Ans: বিল গেটস।
৫। উইন্ডোজ(Windows) হচ্ছে একটি –
Ans: অপারেটিং সিস্টেম।
৬। কোনগুলো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম (word processing system)?
Ans: MS Word, Word Perfect, Note Pad, Word Pad, Word Star, PFS Write, Latex, Display Writer, Mac Write, Dox Writer, Lotus WordPro etc.
৭। কোনগুলো এন্টিভাইরাস –
Ans: Norton, McAfee, AVG, Avira, Kaspersky, Symantec, Microsoft Security Essential, ESET NOD32, Panda, Avast, Bitdefender, PC Tools, Zone Alarm, PC Cillin, Cobra (Bangladesh) etc.
৮। LAN বলতে কি বুঝায় ?
Ans: Local Area Network.
৯। Trojan Horse হচ্ছে-
Ans: একটি ভাইরাস।
১০। Microsoft Excel একটি –
Ans: ডাটাবেইজ প্রোগ্রাম ।
১১। কোন প্রোগ্রামটি কম্পিউটারে সি-ড্রাইভে থাকে ?
Ans: উইন্ডোজ(Windows)।
১২। মোডেম একটি –
Ans: কনভারশন টুল।
১৩। ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানীকে কি বলা হয় ?
Ans: ISP(Internet Service Provider)।
১৪। কোন কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় ?
Ans: Credit Card.
১৫।কোন সংখ্যা পদ্ধতিটি কম্পিউটারে ডাটা সংরক্ষণে ব্যবহৃত হয় ?
Ans: (Binary).
Sonali Bank Senior Officer-2013(29.03.13)
1. Common keyboard arrangement is called?
Ans: QWERTY
2. Which types of interfaces allow connect, control musical instruments to computer?
Ans: MIDI
3. Every web pages has a unique address called-
Ans: Uniform Resource Locator (URL).
4. Which are the application package?
Ans: Word Package Software, Spreadsheet Analysis Software, Graphics Software , Graphics Animation Software, Desktop Publications Software , Web Browsing Software, Presentation Software, Database Management System(DBMS), Computer Aided Design/Drafting(CAD),Multimedia Software, Mail User Agent/E-mail Reader/E-mail Client etc .
5. In data communication which device converts digital signal to analog signal?
Ans: Modem.
6. Which type of ROM is used in pen drive?
Ans: EEPROM.
7. A RAM chip is labeled as ‘2M*16’. What is word size of the RAM?
Ans: 8 bits.
8. Which are both input & output device?
Ans: Touch Screen, Modem, VCR, VTR, VCP, TY & Tape Recorder, Camera etc .
9. Which one is Layer 3(Network Layer) protocol?
Ans: IP.
10. In most application ‘F1’ stands for
Ans: Help.
11. Elaboration of VIRUS is-
Ans: Vital Information Resource Under Seize.
12. Which of the following device does not scanning as a first step in its working principal?
Ans: Plotter.
13. In a flowchart, a diamond generally stands for-
Ans: decision.
14. The file extension EXE generally refers to what kind of file?
Ans: Executable file.
15. In an email address ‘aaa@bbb.ccc’, the portion ‘bbb’ indicates.
Ans: Domain name.
16. The type of internet connection might be compared to a regular telephone call, In terms of duration:
Ans: Dial up.
17. What does the term SCSI stands for?
Ans: Small Computer System Interface.
18. Which must do the return compressed files to their original state?
Ans: Extract
19. The term dot per inch (dpi) refers to-
Ans: Resolution.
Sonali Bank Officer & officer (Cash)
2013 (29.03.13)
1. The function of Gateway is –
Ans: to connect two dissimilar networks.
2. 1 byte means –
Ans: 8bits.
3. The ASCII code of ‘A’ is –
Ans: 65.
4. URL means –
Ans: Uniform Resource Locator.
5. The size of internet protocol (IP) address is –
Ans: 32 bits.
6. RAM is –
Ans: Volatile.
7. Which are the application software?
Ans: Word Package Software, Spreadsheet Analysis Software, Graphics Software , Graphics Animation Software, Desktop Publications Software , Web Browsing Software, Presentation Software, Database Management System(DBMS), Computer Aided Design/Drafting(CAD),Multimedia Software, Mail User Agent/E-mail Reader/E-mail Client etc.
8. The OSI model has –
Ans: 7 Layers (Physical, Data-link, Network, Transport, Session, Presentation, Application)
9. A Record is a –
Ans: collection of fields.
10. SQL means-
Ans: Structured Query Language.
11. OMR means –
Ans: Optical Mark Recognition.
12. Firmware is built using –
Ans: ROM.
13. Control Unit –
Ans: directs the movements of electrical signals.
14. Flash memory –
Ans: Non-volatile.
15. The most frequently used instructions are kept in the-
Ans: Cache memory.
16. PCMCIA represents a standard for –
Ans: Notebook.
17. The size of a sector in hard disk is –
Ans: 512 bytes.
18. Which is an essential component of a LAN?
Ans: NIC.
19. In simplex transmission –
Ans: data can travel in only one direction at all times.
20. Bandwidth means –
Ans: bit per second
Sonali Bank Senior Officer-2010 (05.11.10)
1. Which number system is used to store data in computer?
Ans: Binary.
2. Which is a keyboard command to copy some text in MS word?
Ans: Ctrl + C.
3. Which is an example of optical storage device?
Ans: Hard Disk.
4. Mechanical devices in the computer are called-
Ans: Hardware.
5. Which is the predecessor of modern internet?
Ans: ARPANET.
6. Which is used to display web contents?
Ans: Web browser.
7. Which searches websites by keyboard(s)?
Ans: Search engine.
8. Company which provides internet service is called –
Ans: ISP(Internet Service Provider).
9. Which cannot be done using email?
Ans: Copy files from a remote computer.
10. A byte consists of how many bits –
Ans: 8.
11. Which is an example of spreadsheet software?
Ans: MS Excel.
12. Which is an extension of video file format in computers?
Ans: .mpg.
13. Which is the fastest data transmission media?
Ans: Fiber Optic Cable.
14. Which device is required to set up a LAN?
Ans: NIC(Network Interface Card.
15. Which are an example of Open Source Operating Systems?
Ans: OpenSolaris (Ubuntu, Redhat, Fedora, SUSE, Debian) Linux, OpenBSD, NetBSD, FreeBSD, Haiku, GNU HURD, eCos, Darwin, Oberon, Plan 9, React OS etc.
Sonali Bank Senior Officer-2009
১। কম্পিউটারে কোনো হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?
Ans: Ms Excel.
২। কোনটি ড্যাটা পরিবহনের জন্য সুবিধাজনক?
Ans: পেনড্রাইভ।
৩। কোনো ই-মেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়?
Ans: প্রাপকের ই-মেইল ঠিকানা।
৪। কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?
Ans: এমএসওয়ার্ড।
৫। বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘ন’ বর্ণটি লিখতে কীবোর্ডে ইংরেজি কোন বর্ণটি চাপতে হবে?
Ans: B.
৬। কোনটি তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Ans: ওয়াই-ম্যাক্স।
৭। কোনো ওয়েবসাইটের ‘www’অর্থ কি ?
Ans: World Wide Web.
৮। কোনো ই-মেইলে ‘CC’এর অর্থ কি?
Ans: Carbon Copy.
৯। কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
Ans: বিজয়।
১০। কম্পিউটারের ভাইরাস কি?
Ans: একটি ক্ষতিকারক প্রোগ্রাম ।
১১। কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশটি আবশ্যক?
Ans: মডেম।
১২। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?
Ans: ভিজিএ কার্ড।
১৩। কোনো প্রোগ্রামের ভুল বের করাকে কি বলে?
Ans: ডিবাগিং ।
১৪। কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহ্রত হয়?
Ans: TCP/IP.
১৫। কোনটি একটি কম্পিউটার ভাইরাস?
Ans: CIH


সোনালী ব্যাংক সিনিয়র অফিসার পদের পরীক্ষার প্রস্তুতি
সাম্প্রতিক_তথ্য
সাম্প্রতিক বিবিএস সমীক্ষা অনুসারে বাংলাদেশের আর্থ - সামাজিক সূচকগুলোর অবস্থান:
• জনসংখ্যা -
• মাথাপিছু আয়-
• মাথাপিছু GDP -
• GDP 'র প্রবৃদ্ধির হার-
• GDP 'তে কৃষি খাতের প্রবৃদ্ধির হার-
• GDP 'তে কৃষি খাতে অবদানের হার-
• GDP 'তে শিল্প খাতের প্রবৃদ্ধির হার-
• GDP 'তে শিল্প খাতের অবদানের হার-
• GDP 'তে সেবা খাতের প্রবৃদ্ধির হার-

১। বাংলাদেশ পরমাণু ক্লাবে যুক্ত হয় - ৩২তম দেশ হিসেবে।
২। ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের ৪র্থ অধরা সংস্কৃতি - শীতল পাটি বুনন(২০১৭)
৩। ওআইসি'র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন - ঢাকা, বাংলাদেশ(২০১৮)
৪। জি-৭ এর ৪৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - কুইবেক, কানাডা(৮-৯জুন,২০১৮)
৫। দশম ব্রিকস(BRICS) সম্মেলন হবে - জোহানেসবার্গ, দঃ আফ্রিকা(২০১৮)
৬। আসিয়ান(ASEAN) এর ৩২ তম সম্মেলন হয় - সিঙ্গাপুর(২০১৮)
৭। জি-২০ এর ১৩তম সম্মেলন হবে - বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা(৩০ন
ভে.- ০১ডিসে)
৮। জাপানের বর্তমান এবং ১২৫ তম সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন - ৩০ এপ্রিল, ২০১৯
৯। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষদেশ - ইথিওপিয়া(২য়- বাংলাদেশ)
১০। WIPO'র বর্তমান সদস্য দেশ - ১৯১ টি।
১১। WIPO'র ১৯১ তম সদস্য দেশ - পূর্ব তিমুর।
১২। পরবর্তী ১২তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে - ইংল্যান্ড(২০১৯)
১৩। সপ্তম T-20 বিশ্বকাপ ক্রিকেট হবে - অস্ট্রেলিয়া(২০২০)।
১৪। আন্তর্জাতিক এইডস এর ২২তম সম্মেলন হবে - আমস্টারডাম, নেদারল্যান্ডস।
১৫। কমনওয়েলথ গেমস এর ২১তম আসর হবে - গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া।
১৬। পরবর্তী ২০২২ বিশ্বকাপ ফুটবল হবে - কাতার।
১৭। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের 'মাসকট' - জাবিভাকা।
১৮। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম হচ্ছে - হংকং-জুহাই-ম্যাকাও ব্রিজ(দৈর্ঘ্য ৫৫কি.মি)
১৯। নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে - ভারত(২০২১)।
২০। বর্তমানে রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান - নবম(১ম দেশ - ভারত)
২১। এবারের ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - ব্রাসেলস, বেলজিয়াম।
২২। ষুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয় - ০৬ডিসেম্বর,২০১৭
২৩। ভারতের কংগ্রেস দলের বর্তমান সভাপতি - রাহুল গান্ধী।
২৪। ২০১৮ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হচ্ছে - এথেন্স, গ্রীস।
২৫। হু(WHO) কর্তৃক সর্বশেষ পোলিওমুক্ত দেশ - গ্যাবন।


1 Comments

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

  1. I’m not that much of a internet reader to be honest but your blogs really nice, keep it up!

    I'll go ahead and bookmark your website to come back later on. Cheers

    ReplyDelete
ads-for-post
Previous Post Next Post

Fashion & Beauty