100 Important Mcq (Brief Questions) of Bangali Grammar - বাংলা ব্যাকরণ অংশ থেকে ১০০টি সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলা ব্যাকরণ অংশ থেকে ১০০টি সংক্ষিপ্ত প্রশ্ন

১. শব্দ ও ধাতুর মূলকে বলে → প্রকৃতি
২. মশারি → মশা + অরি
৩. শুক্রবার স্কুল বন্ধ → কর্মে শূন্য
৪. এমন ছেলে অার দেখিনি → কর্মে শূন্য
৫. ঘোড়া গাড়ি টানে → কর্মকারক
৬. নেহাল অংকে কাঁচা → কর্মে ৭মী
৭. গুনহীনে ত্যাগ কর → কর্মে ৭মী
৮. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে → কর্ম কারক
৯. আমার গানের মালা আমি করব কারে দান → কর্মে প্রথমা
১০. ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় → কৃদন্ত শব্দ

১১. মাধ্যমিক → মাধ্যম + ষ্ণিক
১২. প্রান্তিক বিরাম চিহ্ন → দাঁড়ি , প্রশ্ন চিহ্ন , বিস্ময় চিহ্ন।
১৩. কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে → হাইফেন।
১৪. উদ্বৃতি চিহ্ন বসে → সংলাপে
১৫. উপসর্গের কাজ → নতুন শব্দ গঠন করা
১৬. শব্দের অাগে বসে → উপসর্গ
১৭. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য → উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পেছনে
১৮. প্র, পরা, অপ → সংস্কৃত উপসর্গ
১৯. বিজ্ঞান শব্দে 'বি' উপসর্গটি → বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে
২০. অপমান শব্দে 'অপ' উপসর্গটি → বিপরীত অর্থে ব্যবহৃত।
২১. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে → পাঠক
২২. দোলনা → দুল + না
২৩. '' যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর " -- হারায় → প্রযোজ্য ধাতু
২৪. '' নায়ক '' → নৈ + অক
২৫.' কমা ' অপেক্ষা বেশী বিরতির জন্য প্রয়োজন → সেমিকোলন
২৬. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন অাছে → কমা
২৭. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার → দুই প্রকার
২৮. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় → বিলুপ্ত বর্ণের জন্য
২৯. পড়াশোনায় মন দাও → কর্মকারকে ৭মী

৩০. ডাক্তার ডাক → কর্মকারকে শূন্য
৩১. কমা বসে → সম্বোধন পদের পর
৩২. বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে থামতে হয় → এক সেকেন্ড
৩৩. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় → বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
৩৪.দুটি পদের সংযোগস্থলে বসে → হাইফেন
৩৫. বাক্যে পরিসমাপ্তি বোঝাতে চিহ্ন বসে → দাঁড়ি/ পূর্ণচ্ছেদ
৩৬. হৃদয়াবেগ প্রকাশ করতে চিহ্ন বসে → বিস্ময়
৩৭.' মানব' শব্দে প্রকৃতি ও প্রত্যয় → মনু + ষ্ণ
৩৮. 'মহিমা' শব্দে প্রকৃতি ও প্রত্যয় → মহৎ + ইমন
৩৯. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম → বিভক্তি
৪০. আমাদের একটি গল্প বলুন → কর্মে ষষ্ঠী
৪১. অামি বই পড়ি → কর্মে প্রথমা
৪২. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪৩. তারিখ লিখতে যতি চিহ্ন ব্যবহার হয় → কমা
৪৪. বাংলা ভাষায় যতি / ছেদ চিহ্ন → ১২ টি
৪৫. বাক্যে দাঁড়ি থাকলে থামতে হয় → এক (১) সেকেন্ড বিরতির প্রয়োজন
৪৬. মেছো → মাছ + উয়া >ও
৪৭. লেখার সময় বিশ্রামের জন্য চিহ্ন ব্যবহার করি → বিরাম চিহ্ন
৪৮. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে চিহ্ন বসে → সেমিকোলন
৪৯. বাংলা গদ্যে বিরাম চিহ্নের সুষ্ঠ ব্যবহার করেন → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫০. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ → ২০ টি
৫১. প্রত্যয় কত প্রকার → ২ প্রকার

৫২. প্রকৃত ও প্রত্যয় ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয় → রূপতত্ত্ব
৫৩. '' দ্রাঘিমা '' → দীর্ঘ + ইমন
৫৪. ক্রিয়াপদের মূল অংশকে বলে → ধাতু
৫৫. অামি বাংলাদেশে বাস করি → কর্তৃকারকে শূন্য
৫৬. রহিম ধোপাকে কাপড় ধুতে দিল → কর্মকারকে দ্বিতীয়া
৫৭. জিজ্ঞাসিব জনে জনে → কর্মে ৭মী
৫৮. বুলবুলিতে ধান খেয়েছে → কর্তায় ৭মী
৫৯. অামাকে যেতে হবে → কর্তায় ২য়া
৬০. ভাইয়ে ভাইয়ে বেশ মিল → কর্তায় ৭মী
৬১. বাঘে - মহিষে এক ঘাটে জল খায় → ব্যতিহার কর্তা
৬২. শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয় → কর্তায় শূন্য
৬৩. সম্বোধন পদে যতি চিহ্ন বসে → কমা
৬৪. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় → নাম প্রকৃতি
৬৫. মেধাবী → মেধা + বীন
৬৬. সংস্কৃত তদ্ধিত প্রত্যয় → মানব
৬৭. নয়ন → নী + অন ( প্রত্যয়)
৬৮. মিশ্ + উক → কৃৎ প্রত্যয়

৬৯. নাবালক শব্দে' না ' উপসর্গটি → ফারসি
৭০. লাপাত্তা শব্দের ' লা' উপসর্গটি → অারবি ভাষা থেকে
৭১. অজানা , বিপথ → খাঁটি বাংলা উপসর্গ
৭২. খাঁটি বাংলা উপসর্গ → অজ
৭৩. নিমরাজি , বে- সামাল , হরেক → বিদেশী উপসর্গ
৭৪. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় → অাই
৭৫. বিভক্তিহীন নাম পদকে বলা হয় → প্রাতিপদিক
৭৬. কারকের সম্বন্ধ কোন পদের সাথে → ক্রিয়া

৭৭. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে → কমা
৭৮. বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় → প্রাতিপদিক
৭৯. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য → নতুন শব্দ গঠন
৮০. ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে → কৃৎ প্রত্যয়
৮১. ধাতুর শেষে 'অন্ত 'প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় → বিশেষণ
৮২. বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু → কর্ম

৮৩. সর্বাঙ্গে ব্যথা , ঔষধ দিব কোথায় → কর্ম কারকে শূন্য
৮৪. অারেফ বই পড়ে → কর্মকারকে শূন্য
৮৫. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে → কর্মে সপ্তমী
৮৬. ছাত্ররা বল খেলে → কর্মে শূন্য
৮৭. সত্য বই মিথ্যে বলবো না। এখানে বই → অনুসর্গ
৮৮. বদমেজাজী শব্দের' বদ' উপসর্গটি → ফারসি

৮৯.'' দশে মিলে করি কাজ' → কর্তৃকারক
৯০.'' জল পড়ে পাতা নড়ে'' → কর্তায় প্রথমা
৯১. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে চিহ্ন বসে → কোলন ড্যাস
৯২. বাক্যে সেমিকোলন থাকলে থামতে হয় → ১ বলার দ্বিগুন সময়
৯৩. বাংলা ভাষায় তৎসম উপসর্গ → ২০ টি
৯৪. অচিন শব্দের 'অ' উপসর্গটি → নঞর্থক অর্থে ব্যবহৃত
৯৫. খাঁটি বাংলা উপসর্গ → ২১ টি
৯৬. সজাগ শব্দের স- উপসর্গটি → বাংলা ভাষার
৯৭. বেটাইম শব্দটি গঠিত → ফারসি ও ইংরেজি শব্দে
৯৮. গাঁয়ে মানে না অাপনি মোড়ল → কর্তৃকারকে সপ্তমী
৯৯. রাখাল গরুকে ঘাস খাওয়ায় → কর্তৃকারকে শূন্য বিভক্তি
১০০. রাজায় রাজায় লড়াই হয় → কর্তৃকারকে শূন্য

গুরুত্বপূর্ণ ব্যাসবাক্য সহ সমাস

দ্বন্দ্ব সমাস

অলুক দ্বন্দ্ব সমাস

প্রদত্ত শব্দ
ব্যাসবাক্য
প্রদত্ত শব্দ
ব্যাসবাক্য
দম্পতি
জায়া পতি
হাতে পায়ে
হাতে পায়ে
অত্যাচারঅবিচার
অত্যাচার অবিচার
বনেবাদারে
বনে ওবাদারে
হিতাহিত
হিত অহিত
জন্ম মৃত্যু
জন্ম মৃত্যু
সাপে--নেউলে
সাপে নেউলে


রক্তমাংস
রক্ত মাংস


দুধভাত
দুধ ভাত
দুধেভাতে
দুধে ভাতে
সাত সতের
সাত সতের


জনমানব
জন মানব


ভরণপোষণ
ভোরণ পোষণকারী  


মরাবাঁচা
মরা বাঁচা


দা - কুমড়া
দা কুমড়া


লেনদেন
লেন দেন


সৈন্য সামন্ত
সৈন্য সামন্ত









মধ্যপদলোপী কর্মধারয় সমাস

উপমান কর্মধারয় সমাস

প্রদত্ত শব্দ
ব্যাসবাক্য
প্রদত্ত শব্দ
ব্যাসবাক্য
সিংহাসন
সিংহ চিহ্নিত আসন
কুসুমকোমল
কুসুমের মতো কমল
হাঁটুজল
হাঁটু পরিমান জল
বজ্রকন্ঠ
বজ্রের ন্যায় কন্ঠ
পানাপুকুর
পানা ভরা পুকুর
শশব্যস্ত
শশকের ন্যায় ব্যস্ত
বিরানব্বই
নব্বই অধিক দুই
কচুকাটা
কচুর মতো কাটা
শিক্ষামন্ত্রী
শিক্ষা বিষয়ক মন্ত্রী
কাজলকালো
কাজলের মতো কালো
পলান্ন
পল মিশ্রিত অন্ন
তুষারশীতল
তুষারের ন্যায় শীতল
মমতারস
মমতা মিশ্রিত রস
পদ্ম আঁখি
পদ্মের ন্যায় আঁখি
ধর্মঘট
ধর্ম রক্ষার্থে ঘট
বাহুলতা
বাহু লতার ন্যায়
আয়কর
আয়ের উপর কর
চাঁদমুখ
চাঁদের ন্যায় মুখ
সন্ধ্যা প্রদীপ
সন্ধ্যা কাল জ্বালানো প্রদীপ
রক্তকোমল
রক্তের ন্যায় কোমল
জয় পতাকা
জয় সূচক পতাকা


জ্যোৎস্নারাত
জ্যোৎস্না শোভিত রাত


ডাকবাক্স
ডাক ফেলার বাক্স




we recommand that for better preparation of any type of math, such as Arithmetic, Algebra, Geometry etc. Do not judge without seeing Use first and then give your feedback. We hope you enjoy it. However, we are trying to update regularly of site , so that it can be implemented.
What will you find on this site?
well, At first we have to say You will not make mistakes to visit there,
Because All previous year questions Can be found here.
We are trying to explain the exact interpretation of all the Math.
For Example: Bank, BCS, Govt. Job Exam, Financial institutions, Insurance Company and you know verious jobs exam.
As you have adopted the learningHomeBD site yourself, we would like to accept our new site as it is. Your comments encourage us, do not forget to make a comment . If it is possible please share of each and every post to others which you like most.

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

ads-for-post
Previous Post Next Post

Fashion & Beauty